, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


কালীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন

  • আপলোড সময় : ১১-০৭-২০২৩ ০১:৫১:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৩ ০১:৫১:৫০ অপরাহ্ন
কালীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: জেন্ডার সমতাই শক্তি: নারী ও কন্যাশিশুর মুক্তি উচ্চারণে হোক, পৃথিবীর অবারিক সম্ভাবনার দ্বার উন্মোচন প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) সকালে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও পরিবার পরিকল্পনা কার্যালয় কর্তৃক আয়োজিত একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক পদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. আজিজুর রহমান। এতে কালীগঞ্জ পৌর মেয়র এসএম রবীন হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা আহমেদ, আওয়ামী লীগ নেতা শরীফ হোসেন খান কনক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বয়সহ স্থানীয় আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে দিবসটি উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিত অবদান রাখায় ৬ জন পরিবার পরিকল্পনাকর্মীকে বিশেষ সম্মামনা দেওয়া হয়।