আগামী ১৭ জুলাই ঢাকা-১৭ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচন এগিয়ে আসার প্রাক্কালে ঢাকার গুরুত্বপূর্ণ এ আসনে জনপ্রতিনিধি নির্বাচন নিয়ে ভোটাররা উচ্ছ্বসিত। এদিকে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান জালালের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে ও প্রতীক বরাদ্দের নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি মো. খসরুজ্জামানের নেতৃত্বাধীন বেঞ্চ সোমবার (১০ জুলাই) এ আদেশ দেন।
প্রার্থীতা ফিরে পেয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসাদুজ্জামান জালাল বলেন, ভোটে জিতলে গুলশান এলাকায় কাজের বুয়া ও ড্রাইভার সাপ্লাই দেব। এসব এলাকায় টিকটক আর গান বাজনা বন্ধ করে দেবো। তিনি আরও বলেন, গুলশান এলাকায় অনেক মাছের কাঁটা আছে। সেগুলো আমি সংগ্রহ করবো। এ বিনিময়ে গুলশানবাসীকে অর্থ প্রদান করবো। আমার আফতাবনগরে ১০ কাঠা জায়গা আছে সেখানে পানির পাম্প বসিয়ে গুলশানবাসীকে নিরাপদ পানি সাপ্লাই দেবো।
এ প্রার্থী আরও বলেন, আমি সারাজীবন রাজনীতি করেছি বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবিতে। আজকে দলীয়ভাবে আমাদের মনোনয়ন দেয়া হয় না। এমপি মন্ত্রীরা কর্মীদের মূল্যায়ন করে না। আমি ২০০১ সালে খুলনা নির্বাচন করেছিলাম। তাই এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছি।