দেশের জনপ্রিয় একজন অভিনেতা জাহিদ হাসান। নাটক কিংবা চলচ্চিত্র— দুই মাধ্যমেই দ্যুতি ছড়িয়েছেন তিনি। তার অভিনয় ভালো লাগে না, এমন লোক খুঁজে খুঁজে পাওয়া যাবে কম। জাহিদ হাসানের মনে ধর্মীয় উপলব্ধির জায়গা তৈরি হয়েছে। বিনোদনের রঙিন দুনিয়ায় বিচরণ করলেও তার বিশ্বাস, মৃত্যুর পর তিনি বেহেশতে যাবেন।
সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এমনটা জানান এ অভিনেতা। জাহিদ হাসানের কথায়, ‘আল্লাহ মাফ করুক বা আল্লাহ কবুল করুক— আমার কেন জানি মনে হয়, আমি বেহেশতে যাব। আল্লাহপাক যেন কবুল করে এটা। আমি জেনে-বুঝে এমন কোনো পাপ করি না, সেজন্য কথাটি বললাম।’
প্রায় চার দশকের দীর্ঘ অভিনয় জীবন। নন্দিত কিংবা জনপ্রিয়, সব ধরনের কাজেই নিজেকে প্রমাণ করেছেন। তুমুল ব্যস্ততার সময় পেরিয়ে এখন এক প্রকার অবসরেই কাটে অভিনেতা জাহিদ হাসানের সময়। বছরজুড়ে তার কাজের সংখ্যা হাতেগোনা।
অভিনয়ের জন্য তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন জাহিদ হাসান। তিনি মনে করেন, পুরস্কার একটি মানদণ্ড, কাজের স্বীকৃতি। শিল্পীরা কাজ করেন ভালোবাসা থেকে। আর পুরস্কার পেলে তার উৎসাহ ও দায়বদ্ধতা বেড়ে যায়।
সিনেমায় আরও ভালো ভালো চরিত্রে অভিনয় করতে চান জাহিদ হাসান। বারবার চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে নিজেকে নতুনভাবে দেখার ইচ্ছা এখনও আছে তার।