, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বিশ্বকাপে সবচেয়ে সস্তা বাংলাদেশের ম্যাচের টিকেট

  • আপলোড সময় : ১১-০৭-২০২৩ ১০:৫৮:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৩ ১০:৫৮:২৯ পূর্বাহ্ন
বিশ্বকাপে সবচেয়ে সস্তা বাংলাদেশের ম্যাচের টিকেট
ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে তিন মাসও বাকি নেই। ভারতে অনুষ্ঠেয় এবারের ওয়ানডে বিশ্বকাপে ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্স পেয়েছে পাঁচটি ম্যাচ। যার মধ্যে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ যেমন আছে, তেমন আছে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচও। প্রত্যেক ম্যাচের জন্যই টিকেটের আলাদা দাম নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। আর তাতে সবচেয়ে সস্তা টিকেট বাংলাদেশের ম্যাচের।

এদিকে মাঠে বসে ওয়ানডে বিশ্বকাপের আঁচ পাওয়া যাবে ৬৫০ রুপি থেকে ৩০০০ রুপিতে। কলকাতার ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) কর্মকর্তাদের দাবি, সাধারণ মানুষের সাধ্যের কথা মাথায় রেখেই টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে। এই ভেন্যুতে সবচেয়ে কম দাম বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচের।

ইডেনের আপার টিয়ারে বসে এই ম্যাচ দেখতে হলে খরচ করতে হবে ৬৫০ রুপি বা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ৮০০ টাকা। 'ডি' বা 'এইচ' ব্লকে বসে খেলা দেখতে চাইলে ১০০০ রুপি বা ১৩০০ টাকার টিকিট কাটতে হবে। 'বি', 'সি', 'কে' এবং 'এল'' ব্লকের টিকিটের দাম রাখা হয়েছে ১৫০০ রুপি বা প্রায় ২০০০ টাকা। যদিও ক্রিকেটপ্রেমীরা এত কম খরচে বিশ্বকাপের বাকি চারটি ম্যাচ দেখতে পারবেন না।

পাকিস্তান বনাম ইংল্যান্ড এবং পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচের টিকিটের দাম সমান। এই দুই ম্যাচে আপার টিয়ারের টিকিটের দাম ৮০০ রুপি বা বাংলাদেশি টাকায় ১০৫০ টাকা। 'ডি' এবং 'এইচ' ব্লকের টিকিটের দাম ১২০০ রুপি বা বাংলাদেশি টাকায় ১৬০০ টাকা। 'সি' এবং 'কে' ব্লকের টিকিটের দাম রাখা হয়েছে ২০০০ রুপি বা বাংলাদেশি টাকায় ২৬০০ টাকা। 'বি' এবং 'এল' ব্লকের গ্যালারিতে বসে এই দুই ম্যাচ দেখতে হলে খরচ করতে হবে ২২০০ রুপি বা ২৯০০ টাকা।

সবচেয়ে বেশি দাম রাখা হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা এবং সেমিফাইনাল ম্যাচের টিকিটের। ইডেনের আপার টিয়ারে বসে এ দুই ম্যাচ দেখতে ক্রিকেটপ্রেমীদের খরচ করতে হবে ৯০০ রুপি বা ১২০০ টাকা। 'ডি' ও 'এইচ' ব্লকের টিকিটের দাম ধরা হয়েছে ১৫০০ রুপি বা ২০০০ টাকা। 'সি' এবং 'কে' ব্লকের টিকিটের দাম ২৫০০ রুপি বা ৩২০০ টাকা। 'বি' এবং 'এল' ব্লকের গ্যালারিতে বসে এই দুই ম্যাচ দেখতে হলে খরচ জন প্রতি ৩০০০ হাজার রুপি বা ৪০০০ টাকা।
সর্বশেষ সংবাদ
বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর