, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


হোয়াইটওয়াশ এড়াতে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

  • আপলোড সময় : ১১-০৭-২০২৩ ১০:০৭:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৩ ১০:০৭:৪২ পূর্বাহ্ন
হোয়াইটওয়াশ এড়াতে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
এবার আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচ থাকতে সিরিজ হেরেছে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে আজ মঙ্গলবার শেষ ম্যাচটি স্বাগতিকদের জন্য হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর চ্যালেঞ্জ। ওই চ্যালেঞ্জে একাদশে অন্তত একটি পরিবর্তন অবধারিত। দ্বিতীয় ম্যাচে ডানহাতি পেসার এবাদত হোসেন ৯.২ ওভার বোলিং করার পর ইনজুরিতে পড়েন। হাঁটুর ইনজুরি থেকে সেরে উঠতে তার দুই সপ্তাহের মতো সময় লাগবে।

তার জায়গায় একাদশে ফিরতে পারেন তাসকিন আহমেদ। বিসিবির নির্বাচকরা দলে পাঁচজন পেসার রেখেছেন। এর মধ্যে খেলার সুযোগ পেয়েছেন চারজন। সিরিজ শুরুর আগে নিয়মিত অধিনায়ক তামমি বলেছিলেন, পেস আক্রমণটা তারা পরীক্ষা করে নিতে চান। ওই বিভাগে পরিবর্তন দেখা যাবে।

কিন্তু এবাদত ইনজুরিতে পড়ায় শরিফুলকে দেখে নেওয়ার সুযোগ কমে গেছে টিম ম্যানেজমেন্টের। কারণ মুস্তাফিজকে বিশ্রাম দিয়ে শরিফুলকে খেলানোর ঝুঁকি নাও নিতে পারে টিম ম্যানেজমেন্ট। ব্যাটিং উইকেটে তার রেকর্ডও খুব ভালো নয়। তবে আফগানিস্তানের টপ-মিডলের ছয় ব্যাটারের মধ্যে পাঁচজন বাঁ-হাতি হওয়ায় শরিফুলকেও শেষ ম্যাচে খেলানোর কথা ভাবতে পারে টিম ম্যানেজমেন্ট।

আফগানদের বিপক্ষে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ব্যর্থ হয়েছে বাংলাদেশ। এর মধ্যে ব্যাটিং অর্ডারের প্রদর্শনীই বাজে হয়েছে। কিন্তু দলে তেমন বিকল্প না থাকায় ওই বিভাগে পরিবর্তন আসার সম্ভাবনা কম। তবে বোলিং শক্তি বাড়াতে আফিফকে বসিয়ে বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামকে খেলাতে পারে। এক ম্যাচ খেলিয়েই ওপেনার নাঈম শেখকে বেঞ্চে না বসানোর সিদ্ধান্ত নিতে পারেন কোচ-অধিনায়ক-নির্বাচকরা। 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, নাঈম শেখ, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস