, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ , ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ


পুকুরে গোসল করতে নেমে ফেরা হলো না দাদি-নাতনির

  • আপলোড সময় : ১০-০৭-২০২৩ ০৭:০৩:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৩ ০৭:০৩:৩৯ অপরাহ্ন
পুকুরে গোসল করতে নেমে ফেরা হলো না দাদি-নাতনির ফাইল ছবি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুকুরে গোসল করতে নেমে ডুবে দাদি ও নাতনির মৃত্যু হয়েছে। সোমবার (১০ জুলাই) দুপুরে উপজেলার বড়হিত ইউনিয়নের বুনিয়াদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই এলাকার মেসর উদ্দিনের স্ত্রী শাহেরা খাতুন (৬৫) ও তার নাতনি জান্নাত আক্তার।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেলা ১১টার দিকে শাহেরা খাতুন ও জান্নাত আক্তার বাড়ির পাশে পুকুরে গোসল করতে যান। পরে অনেক সময় পেরিয়ে গেলেও তারা ফিরে আসেননি।

এ অবস্থায় খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। একপর্যায়ে পুকুরের পাশে দাদি ও নাতনির ভাসমান মরদেহ দেখতে পান তারা। পরে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক রাজু বলেন, অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সর্বশেষ সংবাদ
দুই পুত্রবধূকে সঙ্গে নিয়েই দেশে ফিরছেন খালেদা জিয়া

দুই পুত্রবধূকে সঙ্গে নিয়েই দেশে ফিরছেন খালেদা জিয়া