, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সরকারি ৪ প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা, ২০ লাখ টাকা জরিমানা

  • আপলোড সময় : ১০-০৭-২০২৩ ০৫:৩০:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৩ ০৫:৩০:৩৩ অপরাহ্ন
সরকারি ৪ প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা, ২০ লাখ টাকা জরিমানা
এবার এডিস মশার লার্ভা পাওয়ায় ৪ সরকারি প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানগুলো হলো পেট্রোবাংলা, যমুনা অয়েল, টিসিবি এবং বিটিএমসি। আজ সোমবার সকালে ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামের নেতৃত্বে কারওয়ান বাজার এলাকায় এডিস বিরোধী অভিযান চালানো হয়।

এ সময় এই চার প্রতিষ্ঠানের বেসমেন্টে জমে থাকা পানিতে এডিসের লার্ভা পাওয়া যায়। শুরুতে পেট্রোবাংলা ভবনে অভিযান চালায় ডিএনসিসি। ভবনের পার্কিংয়ে জমে থাকা পানিতে এডিসের লার্ভা পাওয়া যায়। এ সময় প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

পরে যমুনা অয়েল ভবনের বেজমেন্টে লার্ভা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। একই এলাকায় টিসিবি ভবন ও বিটিএমসি ভবনেও অভিযান পরিচালনা করা হয়। এই ভবন দুটিতে এডিসের লার্ভা পাওয়ায় উভয় প্রতিষ্ঠানকেই ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়।

এ সময় উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘সরকারি প্রতিষ্ঠানে এডিসের লার্ভা পাওয়া দুঃখজনক। আমরা কালক্ষেপন না করে এখনি যদি পরিস্কার না করে ফেলি তাহলে সামনে আমাদের অনেক বড় দু:খ আছে। এই ডেঙ্গু কাকে কামড়াবে বলতে পারি না। আমি সবাইকে অনুরোধ করবো ৫ লাখ টাকা জরিমানা না দিয়ে বরং ৫০০ টাকার কেরোসিন ছিটিয়ে দিন, ব্লিচিং পাউডার ছিটিয়ে দিন, পরিস্কার করুন।’ প্রতি তিনদিনে জমা পানি পরিস্কার করতে নগরবাসীকে আহ্বান জানান তিনি।
সর্বশেষ সংবাদ