, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সত্যিই বিচ্ছেদ হলে এরপর কেউ বিশ্বাস করবেন না

  • আপলোড সময় : ১০-০৭-২০২৩ ০২:১৮:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৩ ০২:১৮:৩১ অপরাহ্ন
সত্যিই বিচ্ছেদ হলে এরপর কেউ বিশ্বাস করবেন না ছবি : সংগৃহীত
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। বর্তমানে দেশে নিয়মিত পর্দায় দেখা যায় না তাকে। তবে কলকাতায় অনেক সক্রিয় তিনি। সেখানকার ওটিটিতে অনেক আগেই অভিষেক হয়েছে এই অভিনেত্রীর। প্রথমবারের মতো তার অভিষেক হয়েছে কলকাতার সিনেমায়। শুক্রবার (৭ জুলাই) মুক্তি পেয়েছে তার অভিনীত ‘মায়া’। নতুন সিনেমা এবং নানা প্রসঙ্গে কলকাতার সংবাদমাধ্যমে কথা বলেছেন তিনি।

কলকাতায় প্রথম সিনেমা, কতটা স্পেশাল? উত্তরে এই অভিনেত্রী বলেন, ভীষণই স্পেশাল এটা। আমি তিন বছরের বেশি কলকাতায় আছি, এই প্রথম এখানে কোনও সিনেমা মুক্তি হল। এটা গুরুত্বপূর্ণ সিনেমা, আমার চরিত্রটাও লিড। অবশ্যই চেয়েছিলাম এই বাংলাতেও আমার সিনেমা মুক্তি পাক। আমার অভিনয় এখানকার মানুষও দেখুক। শেষপর্যন্ত সেটাই হল। 

সৃজিত মুখার্জির সঙ্গে এই যে বিচ্ছেদের গুঞ্জন কেন বারবার? মিথিলা বলেন, আমার মনে হয় যেকোনও দাম্পত্যে স্বামী-স্ত্রীর ঝগড়া, খিটিমিটি, খুবই সাধারণ বিষয়। সেটা কোথা থেকে কীভাবে খবরে চলে আসছে বুঝতে পারি না। আমি যেহেতু বাইরে বাইরে থাকি, নিজেদের মধ্যে বিষয়গুলির সমাধান হওয়ার আগেই বিষয়গুলো পাবলিক হয়ে যায়। 

অভিনেত্রী বলেন, এবার যদি সত্যিই সিরিয়াস কিছু ঘটে, সেটা তো আমরা জানাবই। তার অপেক্ষা না করে এই যে গুঞ্জন বলে খবর হয়ে যাচ্ছে। সত্যিই বিচ্ছেদ হলে এরপর কেউ বিশ্বাস করবেন না।

প্রসঙ্গত, গত ২৬ মে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার সংবাদ করে, আর দু’ মাস। তারপরই টালিপাড়ার খ্যাতনামা পরিচালকের ঘর ছাড়বেন স্ত্রী। এমন শিরোনামে সংবাদ প্রকাশের পরই গুঞ্জন উঠে বিচ্ছেদ হতে যাচ্ছে সৃজিত ও মিথিলার। যদিও সেই সংবাদে এই তারকার কারও নাম উল্লেখ ছিল না। কিন্তু নেটিজেনরা গুঞ্জন ছড়াতেই থাকেন।

 
সর্বশেষ সংবাদ
জবির ৭০০ শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস-সুন্নাহ ফাউন্ডেশন

জবির ৭০০ শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস-সুন্নাহ ফাউন্ডেশন