, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


গাইবান্ধায় ৪০কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

  • আপলোড সময় : ১০-০৭-২০২৩ ১১:০১:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৩ ১১:০১:২৭ পূর্বাহ্ন
গাইবান্ধায় ৪০কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 
আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা থেকে: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় এক প্রাইভেটকার থেকে ৪০কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এসময় কারটি জব্দ করাসহ শামীম শেখ (৩০) নামের এক মাদক কারবারিকেও গ্রেফতার করা হয়। রোববার (৯ জুলাই) দুপুরে গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ইবনে মিজান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন। গ্রেফতারকৃত শামীম শেখ টাঙ্গাইল জেলা সদরের চরপোলী গ্রামের আব্দুর রহিম মিয়ার ছেলে।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, শনিবার (৮ জুলাই) দিবাগত রাত প্রায় পৌনে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলছড়ি উপজেলার গাইবান্ধা-বালাসীঘাট সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বালাসী ফেরিঘাট টার্মিনালের ২নম্বর গেটের সামনে এক প্রাইভেটকার তল্লাশি করা হয়। এতে কারটিতে থাকা ৪০কেজি শুকনো গাঁজা জব্দ করা হয়েছে। একই সঙ্গে মাদক কারবারি শামীম শেখকেও গ্রেফতার করা হয়। সেই সঙ্গে মাদক বহনের প্রাইভেটকারসহ মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ইবনে মিজান বলেন, গ্রেফতারকৃত শামীম শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।