এবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে আগামীকাল মঙ্গলবার ১১ জুলাই আফগানদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ২টায় ম্যাচটি শুরু হবে।
তামিম ইকবালের অবসরকাণ্ডের পর দলের ভাগ্য পরিবর্তন করতে পারেননি দায়িত্ব পাওয়া লিটন কুমার দাসও। আফগানিস্তানের কাছে দ্বিতীয় ওয়ানডেতে ১৪২ রানের বড় ব্যবধানে হেরে ঘরের মাঠে সিরিজ খুইয়েছে বাংলাদেশ।
এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য আফগানরা নিজেদের শক্তিমত্তা জনান দিলেও উল্টো পথে বাংলাদেশ।
তবে সব ছাপিয়ে চট্টগ্রামের সাগরিকা থেকে সান্ত্বনার জয় নিয়ে ওয়ানডে সিরিজ শেষ করতে মরিয়া টাইগাররা। আর স্বাগতিকদের ডেরায় হোয়াইট ওয়াশের লজ্জা উপহার দিয়ে নিজেদের মিশন শেষ করতে চায় আফগানিস্তান।