, সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ , ১৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


‘সুড়ঙ্গ’দেখে ‘প্রিয়তমা’র প্রশংসা করলেন মাহি

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৩ ০৬:২০:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৩ ০৬:২০:৪১ অপরাহ্ন
‘সুড়ঙ্গ’দেখে ‘প্রিয়তমা’র প্রশংসা করলেন মাহি ফাইল ছবি
চিত্রনায়িকা মাহিয়া মাহি বর্তমানে স্বামী-সন্তান আর সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। চলচ্চিত্রাঙ্গন থেকে কিছুটা দূরে রয়েছেন। এদিকে গতকাল শনিবার ‘সুড়ঙ্গ’ সিনেমার একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন ছিল। এখানে আমন্ত্রণ জানানো হয় গণমাধ্যমকর্মী ও নির্দিষ্ট ব্যক্তিদের।
এখানে উপস্থিত হন নায়িকা মাহি।

এসময় মাহি বলেন, অনেকদিন পর  ‘সুরঙ্গ’ সিনেমা দেখতে এসে মনে হয়েছে এটা আমার পরিবারের অংশ। যেহেতু এখন আবার সিনেমা রিলেটেড অনুষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত হচ্ছি। কিছু গল্প হাতে আছে। দেখছি, কোনটা দিয়ে কাজ শুরু করা যায়। শিগগিরই কাজে ফিরবো।

‘সুরঙ্গ’ সিনেমা দেখতে এসেও শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমার লুকের প্রশংসা করতে বাদ দিলেন না মাহি। তার কথায়, ‘প্রিয়তমা’ সিনেমায় কি দারুণভাবে উপস্থাপন করা হয়েছে! সেটা অবাক হওয়ার মতোই। আমরা হলিউড বা বলিউড সিনেমার নায়কদের দেখি- তারা একেক সময় একক লুকে ধরা দেন। শাকিব ভাই তেমনি করেছেন। এছাড়া এই সিনেমার গানগুলোও অনেক সুন্দর হয়েছে। আমি যে ‘ঈশ্বর’ শিরোমানে গানটি যে কতবার দেখেছি তার হিসেব নেই। আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি বাঁচাতে এমন সিনেমাই দরকার।

প্রসঙ্গত, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ছেড়ে দেওয়া আসনে সংসদ সদস্য পদে নির্বাচন করতে আওয়ামী লীগের মনোনয়নও সংগ্রহ করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত তাতে সায় দেয়নি দল।

 
বাংলাদেশ নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী

বাংলাদেশ নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী