, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


এই সিরিজের জন্য গোটা দল আমরা ঈদকে বিসর্জন দিয়েছি: শহীদি

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৩ ০৪:৩৭:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৩ ০৪:৩৭:২১ অপরাহ্ন
এই সিরিজের জন্য গোটা দল আমরা ঈদকে বিসর্জন দিয়েছি: শহীদি
এবার দ্বিতীয় পর্বে শুরু হয়েছে আফগানিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফর। প্রথম পর্বে মিরপুরে একমাত্র টেস্টে টাইগারদের কাছে ৫৪৬ রানের রেকর্ড ব্যবধানে হারলেও ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়িয়েছে তারা। তিন ম্যাচের প্রথম দুইটি জিতে ইতিমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে তারা। আর এমন জয়ের পেছনে আছে ঈদের ছুটি বিসর্জনের মত ঘটনা।

মিরপুরে একমাত্র টেস্টের পর দুই সপ্তাহের বিরতি পেয়েছিল দুই দলই। এই বিরতির সময়েই সারা বিশ্বে আয়োজিত হয়েছে মুসলিমদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদ উল আযহা। তবে ওয়ানডে সিরিজের ভালো প্রস্তুতির জন্য এ বিরতির সময়ে ছুটি নেয়নি আফগানিস্তান ক্রিকেটাররা। এ সময়ে বিশেষ অনুশীলনে ব্যস্ত ছিল তারা।
 
গতকাল দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবারের মত স্বাগতিকদের মত সিরিজ জিতেছে তারা। আর এ জয়ের পেছনে ঈদের ছুটি বিসর্জনের ভূমিকা রয়েছে এমনটাই মনে করিয়ে দিয়েছেন আফগান অধিনায়ক।

গতকাল ম্যাচ শেষে আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি বলেন, ‘এই সিরিজের জন্য আমরা ঈদকে বিসর্জন দিয়েছি এবার। আবুধাবিতে ছিলাম, ১৪ দিন কঠোর পরিশ্রম করেছি। গত সিরিজে যে জিনিসগুলো ভালোভাবে করতে পারিনি, সেসব নিয়ে কাজ করেছি আমরা। সেটির ফল পেয়েছি। খুবই খুশি যে আমরা সিরিজটি জিততে পেরেছি। দুর্দান্ত পারফর্ম করেছে গোটা দল।’

এদিকে ২-০ ব্যবধানে এগিয়ে এখন পরের ম্যাচও জিততে চায় আফগানরা। গতকাল ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কোচ জনাথন ট্রট বলেন, ‘টেস্টটা যেভাবে গিয়েছে, তাতে আমি খুবই হতাশ হয়েছিলাম। তবে আমরা দল হিসেবে শিক্ষা নিয়েছি। বাংলাদেশকে হারানোর জন্য আমাদের সব বিভাগে ভালো করতে হতো। এখন আমাদের পরের ম্যাচটায় ভালো করাও কিন্তু গুরুত্বপূর্ণ। খুব বেশি রোমাঞ্চিত হওয়া উচিত হবে না। এশিয়া কাপ ও বিশ্বকাপে ভালো করতে হলে আমাদের ধারাবাহিকভাবে জিততে হবে।’

এদিকে অধিনায়ক হাশমতউল্লাহ মনে করেন আসছে এশিয়া কাপে এমন দল নিয়ে ভালো ফলাফল করতে পারবে তারা। তিনি বলেন, ‘দুই বছর ধরে এই দলটাকে গড়ে তুলছি আমরা। কাজ করে চলেছি। প্রতিটি সিরিজে ম্যাচ ধরে ধরে উন্নতি করছি। ফল পেতে শুরু করেছি। ইনশা আল্লাহ আগামী এশিয়া কাপ ও বিশ্বকাপে ফলাফল আগের চেয়ে ভিন্ন হবে। দলে ওপর আমার বিশ্বাস আছে অনেক। আশা করি আমরা লক্ষ্য পূরণ করতে পারব।’
সর্বশেষ সংবাদ
ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা

ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা