, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ইউএস মাস্টার্স টি১০ লিগে রংপুর রাইডার্স খেলবে আটলান্টা রাইডার্স নামে 

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৩ ০৪:৩৩:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৩ ০৪:৩৩:১৫ অপরাহ্ন
ইউএস মাস্টার্স টি১০ লিগে রংপুর রাইডার্স খেলবে আটলান্টা রাইডার্স নামে 
যুক্তরাষ্ট্র ক্রিকেটের নতুন টুর্নামেন্ট ইউএসমাস্টার্স টি১০ লিগে নামলিখিয়েছে বিপিএলের সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। যুক্তরাষ্ট্র ক্রিকেটের দল আটলান্টা ফায়ারেরসঙ্গে আগের বছরই পার্টনারশিপকরেছে রাইডার্স। এবার তাদের সঙ্গেজোঁট বেঁধে আটলান্টা রাইডার্স নামে নতুন দলগঠন করেছে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন রংপুর রাইডার্স। 

আটলান্টারাইডার্সের জার্সিতে আলো ছড়াবেন নাসিরহোসেন, ফরহাদ রেজা-সহ ৫বাংলাদেশী ক্রিকেটার। দলে আছেন লেন্ডনসিমন্স, রবিন উথাপ্পার মতোভীনদেশি তারকা ক্রিকেটাররা। আগেরদিন প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে চূড়ান্ত হয়েছে আটলান্টা রাইডার্স স্কোয়াড। টাইগার অলরাউন্ডার নাসির হোসেন গত কয়েক মৌসুমধরেই খেলছেন আটলান্টা ফায়ারে। ঘরের ছেলে নাসিরহোসনকে রেখেই দল চূড়ান্ত করেছেআটলান্টা রাইডার্স। ১৬ সদস্যের স্কোয়াডেবাকি ৪ বাংলাদেশি অলরাউন্ডারফরহাদ রেজা, পেসার কামরুল ইসলাম রাব্বি, টপ অর্ডার ব্যাটসম্যানজুনায়েদ সিদ্দিকী আর বাঁ-হাতিস্পিনার ইলিয়াস সানি। 

আরওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান লেন্ডল সিমন্স ব্যাটিংয়ে দলের বড় শক্তি।ওপেনিংয়ে তাঁর সঙ্গী হতেপারেন ভারতের সাবেক ব্যাটসম্যান রবিন উথাপ্পা। ওয়েস্টইন্ডিজের ডুয়াইন স্মিথ, অস্ট্রেলিয়ার ডেভিড হাসি, পাকিস্তানের হাম্মাদ আজম, নিউজিল্যান্ডের গ্র্যান্ডইলিয়টের সার্ভিসও নিশ্চিত করেছে রাইডার্স। ১৬ সদস্যের স্কোয়াডেআরও আছেন শ্রীলঙ্কার চতুরঙ্গডি সিলভা, পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফান, ভারতীয় পেসার শ্রীশান্ত, জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা আর শ্রীলঙ্কার আমিলাআপানসু।

গত৬ বছর ধরে আবুধাবিতেক্রিকেটের দ্রুততম গতির ফরম্যাট টি১০লিগ সফলভাবে আয়োজন করছে টি টেনগ্লোবাল স্পোর্টস। তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান এসএএমপি আর্মি ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি যৌথভাবে আয়োজন করছে ইউএস মাস্টার্সটি টেন লিগ। যেখানেঅংশ নেবে যুক্তরাষ্ট্রের ৬দল। সবকিছু ঠিক থাকলে আগামিআগস্টে মাঠে গড়াবে এইটুর্নামেন্ট। 

আটলান্টারাইডার্স স্কোয়াড: লেন্ডল সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ), রবিন উথাপ্পা (ভারত), ডুয়াইন স্মিথ (ওয়েস্ট ইন্ডিজ), ডেভিড হাসি (অস্ট্রেলিয়া), নাসির হোসেন (বাংলাদেশ), হাম্মাদ আজম (পাকিস্তান), গ্র্যান্টইলিয়ট (নিউ জিল্যান্ড), ফরহাদরেজা (বাংলাদেশ), চাতুরঙ্গ ডি সিলভা (শ্রীলঙ্কা), কামরুল ইসলাম রাব্বি (বাংলাদেশ), মোহাম্মদ ইরফান (পাকিস্তান), শ্রীশান্ত (ভারত), হ্যামিল্টন মাসাকাদজা (জিম্বাবুয়ে), জুনায়েদ সিদ্দিকী (বাংলাদেশ), ইলিয়াস সানি (বাংলাদেশ) ও আমিলা আপানসু (শ্রীলঙ্কা)।
সর্বশেষ সংবাদ
‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’

‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’