, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


এ বছর হজে ৯১ বাংলাদেশি হাজির সৌভাগ্যের মৃত্যু

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৩ ০৪:০৫:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৩ ০৪:০৫:৩৪ অপরাহ্ন
এ বছর হজে ৯১ বাংলাদেশি হাজির সৌভাগ্যের মৃত্যু
এ বছর হজ করতে গিয়ে সৌদি আরবে ৯১ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। আজ রবিবার ৯ জুলাই সকালে ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এদিকে বুলেটিনে বলা হয়, মৃতদের মধ্যে ৬৯ জন পুরুষ ও ২২ জন নারী। তাদের মধ্যে মক্কায় ৭৫ জন, মদিনায় ৫ জন, মিনায় ৭ জন, আরাফায় দুই জন, জেদ্দায় একজন ও মুজদালিফায় একজন মারা গেছেন।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ২২ হাজার ৮৮৪ জন সৌদি আরবে গিয়েছিলেন হজ করতে। হজ অনুষ্ঠিত হয় গত ২৭ জুন। হজ শেষে এ পর্যন্ত ২৯ হাজার ৪ জন দেশে ফিরেছেন।

এবার মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ৭৬টি। আগামী ২ আগস্ট পর্যন্ত এই ফিরতি যাত্রা চলবে।
ভাষা সৈনিক ফজলুল হক আর নেই

ভাষা সৈনিক ফজলুল হক আর নেই