, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সাহারা খাতুনের আজ তৃতীয় মৃত্যুবার্ষিকী

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৩ ০৩:২৭:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৩ ০৩:২৭:৫০ অপরাহ্ন
সাহারা খাতুনের আজ তৃতীয় মৃত্যুবার্ষিকী
তানজীন মাহমুদ (তনু): আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য ও মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ রবিবার।২০২০ সালের ৯ জুলাই থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে মারা যান তিনি। এ উপলক্ষে আজ রবিবার সকালে-বনানী কবরস্থানে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য হাবিব হাসান। এ ছাড়া ঢাকা-১৮আসনের  পক্ষ থেকে স্থানীয় সব মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সাহারা খাতুনের জন্ম ১৯৪৩ সালের ১ মার্চ ঢাকার কুর্মিটোলায়। তিনি নবম, দশম ও একাদশ জাতীয় সংসদে ঢাকা-১৮আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ছিলেন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর দেশের-প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পান তিনি। পরে তাকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। 

তিনি আওয়ামী লীগের আইন-বিষয়ক সম্পাদক ছাড়াও মৃত্যুর আগ পর্যন্ত সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং আন্তর্জাতিক মহিলা আইনজীবী সমিতি ও আন্তর্জাতিক মহিলা-জোটের সদস্য ছিলেন তিনি।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস