, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


অস্বাভাবিক কাঁচা মরিচের দাম বৃদ্ধির ফলে উল্লাপাড়ায় অভিনব প্রতিবাদ

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৩ ০১:১৮:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৩ ০১:১৮:০৪ অপরাহ্ন
অস্বাভাবিক কাঁচা মরিচের দাম বৃদ্ধির ফলে উল্লাপাড়ায় অভিনব প্রতিবাদ
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: চলমান কাঁচা মরিচের অস্বাভাবিক দাম বৃদ্ধির ফলে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিনব প্রতিবাদ জানালেন রফিকুল ইসলাম মানিক (র.ই মানিক)। মানিক একজন ইউটিউভার। শনিবার বাজার থেকে ৩৮০ টাকা কেজি কাঁচা মরিচ কিনে তা সাধারন মানুষের মধ্যে ১০০ টাকা কেজি দরে বিক্রি করেছেন। শনিবার বিকেলে এবং রোববার সকালে উল্লাপাড়ার নুরানী মোড়ে মানিক ২ শত ক্রেতার কাছে আধা কেজি কাঁচা মরিচ ৫০ টাকা করে বিক্রি করেছেন। মরিচ বিক্রির সময় মানিক সবাইকে কাঁচা মরিচের দাম বৃদ্ধির প্রতিবাদ এবং ক্রেতাদের সবাইকে তাদের আঙ্গিনায় কাঁচা মরিচসহ শাক সবজি আবাদের অনুরোধ জানান।

কম মূল্যে কাঁচা মরিচ কিনতে আসা বাঁখুয়া মহল্লার বাসিন্দা আনোয়ার হোসেন জানান, কাঁচা মরিচের দাম বৃদ্ধির এমন অভিনব প্রতিবাদ তিনি এর আগে কখনই দেখেননি। একই সঙ্গে মানিক নিজের অর্থ গচ্চা দিয়ে সাধারন মানুষের মাঝে কম মূল্যে মরিচ বিক্রি করছেন এটাও তিনি প্রথমই দেখছনে বলে উল্লেখ করেন।

একই চত্বরে মরিচ ক্রেতা আবেদান বেগম বলেন,  ক’দিন ধরেই মরিচের এই অস্বাভাবিক দামে তার পরিবার খুব সমস্যায় পড়েছিল। ৫০ টাকায় আধা কেজি মরিচ কিনতে পেরে সে  খুশি। কম মূল্যে মরিচ কিনতে পারায় মানিককে ধন্যবাদ জানান।

এ বিষয়ে রফিকুল ইসলাম মানিকের সঙ্গে কথা বললে তিনি জানান, ভারত থেকে কাঁচা মরিচ আমদানির পরও ব্যবসায়ী সিন্ডিকেট নানা কারণ দেখিয়ে এখনও মরিচের দাম অস্বাভাবিক রেখেছেন। যা সাধারন মানুষের জন্য খুবই কষ্টসাধ্য। তিনি এই দ্রব্যমূল্যের প্রতিবাদ জানানোর জন্য শনিবার বাজার থেকে ৩৮০ টাকা কেজি দরে ১০০ কেজি কাঁচা মরিচ কিনে আধা কেজির প্যাকেট তৈরি করে ৫০ টাকা দরে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। সেই সঙ্গে তিনি ক্রেতাদেরকে তাদের বাড়ির আঙ্গিনায় মরিচ গাছসহ শাক সবজি চাষ করার জন্য অনুরোধ জানান।
 
সর্বশেষ সংবাদ