, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় আফগানদের

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৩ ১০:১৩:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৩ ১০:১৩:২৪ পূর্বাহ্ন
প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় আফগানদের
গতকাল আফগানিস্তানের দেওয়া ৩৩২ রানের জবাবে ব্যাট করতে নেমে ব্যাটারদের ব্যর্থতায় ১৮৯ রানে থামে বাংলাদেশের ইনিংস। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টাইগারদের ১৪২ রানের বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতে সফরকারীরা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৬৯ রান করেন মুশফিক। আফগানিস্তানের মুজিব ও ফারুকি নেন তিনটি করে উইকেট। 

আফগানিস্তানের দেওয়া ৩৩২ রানের জবাবে ব্যাট করতে নেমে ৭২ রানেই প্রথম ৬ উইকেট হারায় বাংলাদেশ। আফগান বোলারদের দুর্দান্ত বোলিংয়ে এদিন ব্যাট হাতে ব্যর্থ ছিলেন লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, নাঈম শেখ, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান ও আফিফ হোসেন। ৭২ রানে ৬ উইকেট হারানোর পর কিছুটা প্রতিরোধ গড়ে তুলেন মুশফিক ও মিরাজ।

সপ্তম উইকেটে ৮৭ রানের জুটি গড়েন তারা। ৪৮ বলে ২৫ রানে মিরাজ আউট হলে ভাঙ্গে সেই জুটি। একাই লড়াই চালিয়ে যাওয়া মুশফিক থামেন দলীয় ১৮৯ রানে। ইনজুরিতে পড়া এবাদত আর ব্যাটিংয়ে নামতে না পারলে ১৮৯ রানেই থামে বাংলাদেশের ইনিংস। এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তানকে দুর্দান্ত শুরু এনে দেন দলটির দুই ওপেনার গুরবাজ এবং জাদরান।

টাইগার বোলারদের ওপর চড়া হয়ে মারমুখী ব্যাটিংয়ে আফগানিস্তানকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন এই দুই ওপেনার। ইব্রাহিম জাদরান আর রহমানুল্লাহ গুরবাজের ২৫৬ রানের জুটি ভাঙেন সাকিব। ম্যাচের ৩৭তম ওভারে গুরবাজকে এলবিডব্লিউ করে প্যাভিলিয়নে ফেরান তিনি। তবে তার আগেই নিজের ক্যারিয়ারসেরা ইনিংস খেলে ফেলেন গুরবাজ।

১৩ চার ও ৮টি ছক্কায় ১২৫ বলে ১৪৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। গুরবাজের বিদায়ের পর ব্যাট হাতে বড় রান করতে ব্যর্থ হন রহমত শাহ, হাসমতউল্লাহ শহিদিরা। তবে, একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি হাঁকাতে ভুল করেননি জাদরান। ১১৯ বলে ৯ বাউন্ডারি আর ১ ছক্কায় ১০০ করে আউট হন তিনি।

এরপরই ব্যাটিং ধস নামে আফগানিস্তানের।  শেষ দিকের ব্যাটাররা কার্যকরী ইনিংস খেলতে ব্যর্থ হলে ৩৩১ রানেই থামেই আফগানিস্তানের ইনিংস। বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, সাকিব আল হাসান এবং মেহেদি মিরাজ।