চলতি বছরের শুরুতে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ছয় মাস না পেরোতেই এবার লিওনেল মেসিও ধরতে যাচ্ছেন তার পথ। সৌদি প্রো লিগ ক্লাবের সাথে দর-কষাকষি চলছে আর্জেন্টাইন এ মহাতারকার। কয়েকদিন আগে পরিবারসহ সৌদি আরবে গিয়েছিলেন মেসি। সেখান থেকে ফেরার পর আর্জেন্টাইন তারকাকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছে তার বর্তমান ক্লাব পিএসজি।
এই খবরের পরপরই ফলাও করে প্রচার হতে শুরু করে, পিএসজিতে আর নতুন করে চুক্তি বাড়াবেন না মেসি। মেসির ভবিষ্যৎ গন্তব্য কোথায় হতে পারে তা নিয়ে আগ্রহের কমতি নেই ভক্ত-সমর্থকদের। এবার সেই ব্যাপারে একেবারেই অজানা তথ্য জানালো ইংলিশ গণমাধ্যম 'দ্য টেলিগ্রাফ'। সংবাদমধ্যমটি জানিয়েছে, চড়া দামে মেসিকে কেনার জন্য প্রস্তাব দিয়ে রেখেছে সৌদি প্রো লিগের ক্লাব। আর সেই প্রস্তাব নিয়ে নাকি দুপক্ষের মধ্যে আলোচনাও চলছে।
এদিকে মেসির সৌদি গমনের গুঞ্জনে শুরু থেকেই রোনালদোদের চিরপরতিদ্বন্দ্বী আল হিলালের নাম ছিল। তবে এবার কোন ক্লাব মেসিকে নিতে চাচ্ছে সে সম্পর্কে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। আর্জেন্টাইন তারকাকে সৌদিতে টানতে দেশটির সরকারও জোর প্রচেষ্টা চালাচ্ছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে।
গণমাধ্যমের প্রতিবেদন মতে, মেসিকে দলে টানতে বার্ষিক ৪০০ মিলিয়ন মার্কিন ডলারের বেতন প্রস্তাব করেছে সৌদির ক্লাব, যা রোনালদোরও বার্ষিক বেতনের প্রায় দ্বিগুণ। চুক্তিতে রাজি হয়ে মেসি যদি সৌদিতে ফেরেন, তবে ফুটবল ইতিহাসে সবচেয়ে দামী ফুটবলার হবেন তিনি।