, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


প্রথম বাংলাদেশি হিসেবে যে রেকর্ড গড়েছেন মুশফিক

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৩ ০৫:৫৩:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৩ ০৫:৫৩:২২ অপরাহ্ন
প্রথম বাংলাদেশি হিসেবে যে রেকর্ড গড়েছেন মুশফিক ফাইল ছবি
সিরিজ বাঁচানোর মিশনে চট্টগ্রামে মাঠে নেমেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে হেরে যাওয়ায় আজ (৮ জুলাই) জয়ের বিকল্প নাই টাইগারদের সামনে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দারুণ একটা মাইলফলক স্পর্শ করেছেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশি হিসাবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২৫০ ম্যাচ খেলার কীর্তি গড়েছেন ‘মিস্টার ডিপেন্ডেবল’।

২০০৬ সালে অভিষেকের পর আজ (৮ জুলাই, ২০২৩) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুশফিক খেলতে নেমেছেন নিজের ২৫০ তম আন্তর্জাতিক ওয়ানডে। এই ফরম্যাটে বাংলাদেশের পক্ষে ২য় সর্বোচ্চ রানের মালিক মুশফিক। ৮৩১৩ রান নিয়ে সবার উপরে তামিম ইকবাল। তিনে থাকা সাকিব আল হাসান ২৩৪ ম্যাচে করেছেন ৭১৪৭ রান।

শততম ওয়ানডেতে মুশফিকের প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে ১০৯ বলে ৬৯ রান করেন তৎকালীন অধিনায়ক। কিন্তু বাংলাদেশ পায়নি জয়ের দেখা।  দেড়শতম ওয়ানডেতে ভারতের মুখোমুখি হন মুশফিক। ব্যাটিংয়ে কেবল ১৪ রান করলেও মিরপুরে সেই ম্যাচে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। দুইশতম ওয়ানডের অভিজ্ঞতাটা অবশ্য ভালো নয় মুশফিকের। ২৪ রান করে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন তিনি, ব্যর্থ ছিল বাংলাদেশও। নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হারে টাইগাররা।  

প্রায় ১৭ বছরের ওয়ানডে ক্যারিয়ারে ২৪৯ ম্যাচে ৯ সেঞ্চুরি ও ৪৪ ফিফটিসহ ৭ হাজার ১৮৮ রান করেন মুশফিক। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। এছাড়া গ্লাভস হাতে ডিসমিসাল করেছেন ২৬৫ টি।

এদিকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় মুশফিকের পরে রয়েছেন তামিম ইকবাল (২৪১), সাকিব আল হাসান (২৩৩), মাহমুদউল্লাহ রিয়াদ (২১৮) ও মাশরাফি বিন মর্তুজা (২১৮)।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান