রংপুরের পীরগঞ্জ উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ২১ যাত্রী। আজ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার খেজমতপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত দুজন হলেন, আল আমিন (৪০) ও তার ছেলে নাঈম (৫)। তাদের বাড়ি পীরগঞ্জ উপজেলার রাধারামপুর এলাকায়। আহত যাত্রীদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল ও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পীরগঞ্জের বড়দরগা হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পীরগঞ্জের খেজমতপুর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী এনা পরিবহনের একটি বাস এবং রংপুর থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী অনিন্দ্য পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১ যাত্রী।
বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপরিদর্শক (এসআই) মজিবর রহমান বলেন, এ ঘটনায় বাস দুটির চালক আহত হয়েছেন কি না, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত বাস দুটি মহাসড়কের পাশে রাখা হয়েছে। এ ঘটনায় যান চলাচল কিছুক্ষণ বন্ধ থাকার পর স্বাভাবিক হয়।