, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


এডিসের লার্ভা পাওয়ায় জাপান গার্ডেন সিটিকে ৫ লাখ টাকা জরিমানা

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৩ ০২:২৪:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৩ ০২:২৪:৫১ অপরাহ্ন
এডিসের লার্ভা পাওয়ায় জাপান গার্ডেন সিটিকে ৫ লাখ টাকা জরিমানা ছবি: সংগৃহীত
মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটিতে এডিসের লার্ভা পাওয়ায় পাঁচলাখ টাকা জরিমানা করা হয়। এ সময় সরকারি কাজে বাধা দেওয়ায় ফ্ল্যাট মালিক সমিতির সাধারণ সম্পাদক সাহেদুল ইসলামকে আটক করা হয়েছে।

শনিবার (৮ জুলাই) দুপুরে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন মাহমুদের নেতৃত্বে অভিযান চালিয়ে জরিমানা ও আটক করা হয়।  

এ সময় ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন অভিযান চালানো হচ্ছে। ডেঙ্গুর লার্ভায় মৃত্যু কূপে পরিণত হয়েছে জাপান গার্ডেন সিটি। এটি এখন মশার গার্ডেন সিটি। ডেঙ্গু নিয়ন্ত্রণে অভিযান, জেল জরিমানাসহ সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।
সর্বশেষ সংবাদ