, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


টানা ৬০ দিন জামায়াতে নামাজ পড়ে পুরস্কার পেলো ৩১ কিশোর

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৩ ১২:২৬:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৩ ১২:২৬:০৬ অপরাহ্ন
টানা ৬০ দিন জামায়াতে নামাজ পড়ে পুরস্কার পেলো ৩১ কিশোর ফাইল ছবি
টানা ৬০ দিন মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সঙ্গে আদায় করে ৮ থেকে ১৮ বছর বয়সী ৩১ জন কিশোর পেলো বাইসাইকেল পুরস্কার। তবে ফজর ও এশার নামাজ ছিল তাদের জন্য বাধ্যতামূলক।

শুক্রবার (৭ জুলাই) সাতক্ষীরা পৌরসভার সুলতানপুরে মোসলেমা জামে মসজিদ কমিটির আয়োজনে বাদ জুমা মসজিদ প্রাঙ্গণে মসজিদ কমিটির সভাপতি কাজী ফারুক হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রাপ্তদের হাতে বাইসাইকেল তুলে দেন, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম। 

প্রধান অতিথির বক্তব্যে এ সময় তিনি বলেন, মোসলেমা জামে মসজিদ কমিটি যে উদ্যোগ নিয়েছে তা খুবই প্রসংশনীয়। আমি তাদের এ মহতী উদ্যোগকে সাধুবাদ জানাই। আজকের এই নতুন প্রজন্মকে মসজিদমুখী করতে পেরে তারা ইহকাল ও পরকালের কল্যাণের পথ সুগম করেছে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান। 

মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মাহমুদুল হাসান মাহমুদী জানান, নামাজের প্রতি মানুষকে আহ্বানের পাশাপাশি দ্বীনি ইসলাম সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। 

পুরস্কারপ্রাপ্তরা তাদের অনুভূতি জানাতে গিয়ে বলেন, তারা এ পুরস্কার পেয়ে অত্যন্ত খুশি।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস