অভিমানে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন। সংবাদ সম্মেলনে তাই কান্নায় ভেঙে পড়েন তামিম ইকবাল। গতকাল (বৃহস্পতিবার) তামিমের ওই কান্নায় কেঁদেছে পুরো বাংলাদেশ।
এরপর গতকাল রাতেই গুঞ্জন ছড়িয়ে পড়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেকেছেন তামিমকে। সেটা যে শুধু গুঞ্জন নয়, তা বোঝা যায় আজ। চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন তামিম, দুপুরে প্রধানমন্ত্রীর দেখা করতে যান গণভবনে।
তামিমের সঙ্গে ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। প্রধানমন্ত্রী ডাকেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকেও।
অবসর ভেঙে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তামিম। শেখ হাসিনা ও তার স্ত্রী আয়েশা ইকবালের সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে না করা যায় না।’
তামিম অবসর ভাঙলেও এখনই ফিরছেন না মাঠে। দেড় মাসের মতো মানসিক বিশ্রামে থাকবেন তিনি। আগামী এশিয়া কাপ থেকে আবারো লাল সবুজ জার্সিতে মাঠ মাতাবেন দেশসেরা ওপেনার। একই সঙ্গে আগের মতো ওয়ানডেতে অধিনায়কত্বও পালন করবেন তিনি।
বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হোটেলে বসে অবসরের ঘোষণা দেন তামিম। অবসরের সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেন, ‘যে খেলোয়াড়দের সঙ্গে আমি (বয়সভিত্তিক, প্রিমিয়ার লিগ, ন্যাশনাল লিগ, জাতীয় দল) খেলেছি, তাদের সবাইকে ধন্যবাদ, বিশেষ করে জাতীয় দলে যারা ছিলেন। ক্রিকেট বোর্ডকেও অবশ্যই, তারা আমাকে লম্বা সময়ের জন্য জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছে, অধিনায়কত্ব করার সুযোগ দিয়েছে।’