, শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪ , ২৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মা হারালেন মিঠুন চক্রবর্তী

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৩ ০৪:৩২:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৩ ০৪:৩২:৩৬ অপরাহ্ন
মা হারালেন মিঠুন চক্রবর্তী ছবি : সংগৃহীত
মা হারালেন ভারতের বাংলা ও হিন্দি সিনেমার খ্যাতিমান অভিনেতা মিঠুন চক্রবর্তী। শুক্রবার (৭ জুলাই) শেষ নিশ্বাস ত্যাগ করেন মিঠুন চক্রবর্তীর মা। পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজারকে বিষয়টি নিশ্চিত করে মিঠুনের কনিষ্ঠ পুত্র নমশি চক্রবর্তী। তিনি বলেন, খবরটা সত্যি। ঠাকুমা আর আমাদের মধ্যে নেই।

অভিনেতার মায়ের মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি টুইট করে লেখেন, মাতৃবিয়োগের জন্য মিঠুন চক্রবর্তীকে জানাই আন্তরিক সমবেদনা। আশা করি, মিঠুনদা ও তার পরিবার এই গভীর শোক সামলে উঠবেন।

এই মুহূর্তে মিঠুন চক্রবর্তীকে দেখা যাচ্ছে রিয়্যালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এ। কয়েকদিন আগেই ‘ডিবিডি’র সেটে বাবার মৃত্যুর স্মৃতিচারণা করতে শোনা যায়। এর দিন কয়েকের মধ্যেই মাকে হারালেন অভিনেতা।
সর্বশেষ সংবাদ
বাংলাদেশি মসজিদ বন্ধ করে দিল মালয়েশিয়া

বাংলাদেশি মসজিদ বন্ধ করে দিল মালয়েশিয়া