, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


তামিম না ফিরলে অধিনায়ক লিটন

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৩ ১০:৩৩:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৩ ১০:৩৩:১৪ পূর্বাহ্ন
তামিম না ফিরলে অধিনায়ক লিটন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ খেলার পরেই হঠাৎ করে এ ঘোষণা দেন তিনি। বৃহস্পতিবার (৬ জুলাই) চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনে আয়োজিত সংবাদ সম্মেলনে তামিম বলেন, আজ এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। যদিও তামিম জানান, হুট করেই তিনি সিদ্ধান্ত নেননি।

এদিকে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার রাতে এক জরুরি সভার পর এই আহ্বান জানান নাজমুল হাসান পাপন। গতকাল রাজধানীর গুলশানের একটি পাঁচতারকা হোটেলে বিসিবি জরুরি সভা ডেকেছিল। যেখানে উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বোর্ড কর্তারা। সেখানেই তামিমের অবসর পত্র না পাঠানোর বিষয়টি জানান তিনি।

তারা জানান, তামিম সিদ্ধান্ত পরিবর্তন করলে তাকে নিয়েই বিশ্বকাপের দল গড়া হবে। সভায় চলমান আফগানিস্তান সিরিজে নতুন করে আগামী দুই ওয়ানডের জন্য দলে জায়গা পেয়েছেন রনি তালকুদার। আর অধিনায়কের দায়িত্ব পেয়েছেন লিটন দাস। এর আগে সহ অধিনায়ক ছিলেন তিনি। নাজমুল হাসান পাপন বলেন, আজকে বসার পেছনে কারণ একটা। হঠাৎ করে তামিম মিডিয়াতে বলেছেন অবসর নিয়েছেন। এটা আমাদের জন্য একেবারে অপ্রত্যাশিত। এ কারণে তার সঙ্গে আমার সব সময় যোগাযোগ আছে। যেহেতু তিনি ওয়ানডে অধিনায়ক, তিনদিন আগেও কথা হয়েছে স্কোয়াড নিয়ে। কালকেও তার সঙ্গে কথা বলেছি।

তিনি আরও বলেন, আমার পক্ষে কোনোভাবেই বোঝার উপায় ছিল না, এ ধরনের সিদ্ধান্ত আসতে পারে। ব্যক্তিগতভাবে তার সঙ্গে কয়েকবার কথা বলেছি তার ভবিষ্যৎ নিয়ে। তিনি বলেছেন, পরের চ্যাম্পিয়ন্স ট্রফি অবধি খেলবেন। এরপর বিশ্বকাপের অধিনায়কত্ব নিয়ে জালাল ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। আমরা বলেছি তিনিই ক্যাপ্টেন। বিশ্বকাপটা যেহেতু সামনে, ক্যাপ্টেন্সি বদল নিয়ে কোনো কথা হয়নি। এ ধরনের প্লেয়ারদের কাছ থেকে যে অবাক হই, এটা আমাদের জন্য দুঃখজনক।

এক প্রশ্নের উত্তরে বিসিবি সভাপতি বলেন, আমাদের এই অল্প সময়ে অধিনায়ক পরিবর্তনের কোনো পরিকল্পনা ছিল না। বিশ্বকাপ এবং এশিয়া কাপে তামিমকেই অধিনায়ক হিসেবে ভাবনায় রেখেছিলাম। কিন্তু হুট করে সে এমন সিদ্ধান্ত নিয়েছে। তবে কি কারণে তামিম অবসর নিয়েছেন সে ব্যাপারে কিছু জানি না। কিছু একটা ফ্যাক্টর তো আছে। যদি সেটা বেড় করতে পারি, তবে শুধু তামিম ইকবাল না সবকিছুর সমাধান হবে। তামিমের অবসরে আফগানিস্তান সিরিজে কোনো প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে বিসিবি প্রধান বলেন, দলে ইতোমধ্যে প্রভাব পড়ে গেছে। সামনে এশিয়া কাপ, তারপর বিশ্বকাপ। এবারই আমরা আশা করেছিলাম ভালো ফল করব। কিন্তু মাত্র তিন মাস আগে এমন সিদ্ধান্ত দেশের ক্রিকেটের ক্ষতি হয়েছে। আমার ধারণা সে আবেগপ্রবণ হয়ে করেছে। যদিও সে বলেছে, একদিনে সিদ্ধান্ত না। কয়েকদিনে নিয়েছে।

এদিকে এ নিয়ে দ্বিতীয়বার অন্তর্বর্তীকালীন ওয়ানডে অধিনায়কত্ব পেলেন লিটন। গত বছরের ডিসেম্বরে ইনজুরির কারণে ভারতের বিপক্ষে সিরিজে খেলতে পারেননি তামিম। ওই সিরিজে প্রথমবার ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেন লিটন। মেহেদী হাসান মিরাজের অবিশ্বাস্য পারফরম্যান্সের সিরিজটি ২-১ ব্যবধানে জেতে বাংলাদেশ।

 
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস