আফগানিস্তানের বিপক্ষে শেষ দুই ওয়ানডের জন্য বাংলাদেশ দলে ডাক পেয়েছেন ওপেনার রনি তালুকদার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের আচমকা অবসরে ওয়ানডে দলে জায়গা পেয়েছেন রনি। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বিষয়টি নিশ্চিত করেছেন।
আজই এই ডানহাতি ওপেনার দলের সঙ্গে চট্টগ্রামে যোগ দিয়েছেন। তবে তিনি চট্টগ্রাম এসেছিলেন মূলত টি-টোয়েন্টি দলের অংশ হিসেবে।
বাংলাদেশ দলের সর্বশেষ ওয়ানডে সিরিজের দলে ছিলেন রনি। ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অভিষেক হয় এই ডানহাতি ব্যাটারের।
বাংলাদেশ দলের সর্বশেষ ওয়ানডে সিরিজের দলে ছিলেন রনি। লম্বা সময় পর দলে ফিরে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে অভিষেকও হয় তাঁর। তবে অভিষেক ম্যাচটা ভুলে যেতে চাইবেন রনি। আউট হন ১৪ বলে ৪ রান করে।
এক সিরিজ পরেই অবশ্য আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে রনিকে রাখা হয়নি। তামিমের আকস্মিক অবসর শেষ পর্যন্ত আবার তাঁর দরজা খুলে দিয়েছে।
সিরিজের প্রথম ওয়ানডে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ৮ জুলাই।