, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


রাজধানীতে বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৩ ০৯:২৩:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৩ ০৯:২৩:৫১ অপরাহ্ন
রাজধানীতে বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার ছবি: সংগৃহীত
রাজধানীতে মাজহারুল ইসলাম (২৩) নামের এক পুলিশ সদস্যের মরদেহ তার বাসা থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে এলিফ্যান্ট রোডের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের চতুর্থ শ্রেণির স্টাফ কোয়ার্টারের তিন নম্বর ভবনের নিচতলার কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিউ মার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মো. মাকছুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মাজহারুল পুলিশের কনস্টেবল হিসেবে ঢাকার বারিধারায় অ্যান্টি টেররিজম ইউনিটের প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন।

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দিঘলদী গ্রামের শফিউল্লাহ ভুইয়ার ছেলে তিনি। পরিবারে তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি দ্বিতীয়।

এসআই মাকছুদুর বলেন, মরদেহটি কক্ষের মেঝেতে পড়ে ছিল এবং ওপরে ফ্যানে গামছা প্যাঁচানো ছিল। লাশের গলায় দাগও পাওয়া গেছে।

মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে জানা যাবে।

আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যা ৬টার দিকে সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

পুলিশের ধারণা, মাজহারুল ফ্যানের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার সময় নিচে পড়ে মারা যান।

নিহতের বোনের স্বামী আবুল বাশার জানিয়েছেন, গতকাল (বুধবার) দুপুরেও বাড়িতে কথা বলেছেন মাজহারুল। পরিবারের কেউ ধারণাও করতে পারেননি যে তিনি আত্মহত্যা করতে পারেন। তিনি ছয় বছর ধরে চাকরি করছিলেন।
সর্বশেষ সংবাদ