কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপন করলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.আজিজুর রহমান। বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি জাতের প্রায় শতাধীক চারা গাছ রোপন করা হয়।
এ সময় ইউএনও ছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়া, প্রকৌশলী মো. বেলাল হোসেন সরকার, কৃষি কর্মকর্তা কৃষিবীদ ফারজানা তাসলিম, প্রকল্প বাস্তবায়ন অফিসার মনিরুল ইসলাম শোভন, মৎস্য কর্মকর্তা আবু শামা, সাব-রেজিষ্টার গোলাম কবির, হিসাব রক্ষক কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, পল্লী উন্নয়ন অফিসার ইসরাত জাহান, পরিবার পরিকল্পনা অফিসার সানজিদা আহমেদ, বেনবেইজ প্রোগ্রামার উজ্জল কুমার শীল, সুপারেনন্টেন জিনাত রেহানা শারমিন, জাতীয় মহিলা সংস্থার উপজেলার দায়িত্বপ্রাপ্ত অফিসার জেসমিন বেগম, গণমাধ্যমকর্মী আব্দুর রহমার আরমান, রফিক সরকার, আহাম্মদ আলীসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি করে চারা গাছ রোপন করেন।
এ সময় বৃক্ষপ্রেমি ইউএনও মো.আজিজুর রহমান বলেন, প্রাকৃতিক শোভা বাড়ানো, জীবন ও সম্পদ রক্ষার্থে এবং অক্সিজেন সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে উপজেলা চত্বরে এই চারা গাছ রোপনের মূল উদ্দেশ্য।