, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার ৭০ ফুট পাহাড়ি খাদে, আহত ৪ 

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৩ ০৫:০৫:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৩ ০৫:০৫:২২ অপরাহ্ন
নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার ৭০ ফুট পাহাড়ি খাদে, আহত ৪  ফাইল ছবি
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক থেকে বাঘাইহাট যাওয়ার পথে প্রাইভেটকার খাদে পড়ে চার পর্যটক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে সাজেক-বাঘাইহাট সড়কের হাউজ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- ঢাকার মিরপুরের শাহরিয়ার ইকবাল (৪২) ও ফেনীর পাঠানপাড়া এলাকার তাইছির আহমেদ (৪০)। অন্য দুইজনের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সাজেক থেকে বাঘাইহাটগামী পর্যটকবাহী ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে প্রায় ৬০-৭০ ফুট পাহাড়ি খাদে পড়ে যায়। গাড়িতে থাকা চার পর্যটকের মধ্যে দুজন গুরুতর আহত হয়েছেন এবং বাকি দুজন সামান্য আহত হন। আহতদের সেনা ও পুলিশের সহযোগিতায় উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাহাড়ের খাদে পড়েছে। এরই মধ্যে আহতদের উদ্ধার করে দীঘিনালা হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়িটি তোলার চেষ্টা করা হচ্ছে।

 
সর্বশেষ সংবাদ