, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ , ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


‘তামিমের এমন ঘোষণার জন্য মোটেও প্রস্তুত ছিল না বিসিবি’

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৩ ০২:৫১:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৩ ০২:৫২:৩৭ অপরাহ্ন
‘তামিমের এমন ঘোষণার জন্য মোটেও প্রস্তুত ছিল না বিসিবি’ ছবি: সংগৃহীত
আমরা লাইভে তামিমের সিদ্ধান্ত শুনেছি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে তার অবসরের সিদ্ধান্ত আমাদের কাছে অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

বৃহস্পতিবার (৬ জুলাই) গণমাধ্যমকে এ তথ্যে জানিয়েছেন তিনি। 

তামিমের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ের ঘোষণাকে প্রি-ম্যাচিউর সিদ্ধান্ত হিসেবে অভিহিত করে জালাল ইউনস আরও বলেন, ‘তামিম ইচ্ছে করলে আরও ২ বছর অনায়াসে জাতীয় দলে খেলতে পারতো।’

তাকে কি সিদ্ধান্ত বদলের কোন অনুরোধ জানানো হবে? এমন প্রশ্নের জবাবে বিসিবি সিনিয়র পরিচালক জালাল বলেন, ‘আমরা বোর্ড থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবো।’

হুট করেই তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামে নিজের আয়োজিত এক সংবাদ সম্মেলনে তামিম টেস্ট ও ওয়ানডে ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন। ১২ মাস আগে তামিম ছেড়েছিলেন টি-টোয়েন্টি ক্রিকেট। এরপর শুধু টেস্ট ও ওয়ানডে চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু আজ হুট করেই একসঙ্গে দুই ফরম্যাটের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন দেশের ক্রিকেটের ধ্রুবতারা।

অবসরের ঘোষণা দিয়ে তামিম বলেছেন, ‘গতকাল আফগানিস্তানের বিপক্ষে আমি আমার শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছি। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। এই সিদ্ধান্ত এখন থেকেই কার্যকর হতে যাচ্ছে।’

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন এমন সিদ্ধান্ত কোনোভাবেই ভালোভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল বৃষ্টিবিঘ্নিত ম্যাচ বাংলাদেশ হেরে যায় ১৭ রানের ব্যবধানে। কয়েক ঘণ্টা ব্যবধানে তামিমের এমন ঘোষণায় স্রেফ অবাক বিসিবির পরিচালকরা।
সর্বশেষ সংবাদ
বৃহস্পতিবার থেকে দেশজুড়ে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

বৃহস্পতিবার থেকে দেশজুড়ে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা