সাফ চ্যাম্পিয়নশিপে দীর্ঘ ১৪ বছর সেমিতে খেলেছে বাংলাদেশ। তবে শক্তিশালী কুয়েতের বিপক্ষে লড়াই করে শেষ মুহূর্তে হার দেখেছে লাল-সবুজের জার্সিধারীরা। এতে ফাইনালের স্বপ্নভঙ্গ হয় জামাল ভূঁইয়াদের। এদিকে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলা বাংলাদেশকে শুভকামনা জানিয়ে গতকাল সামাজিক মাধ্যমে বিশেষ পোস্ট দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
বুধবার (৫ জুলাই) পোস্টে এএফএ লিখেছে, ‘অদম্য শক্তি ও এগিয়ে যাওয়ার চেতনায় ১৪ বছর পর দক্ষিণ এশিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলেছে বাংলাদেশ জাতীয় দল। বাংলাদেশের এই সাফল্য ভবিষ্যতে অব্যাহত থাকুক, এটাই প্রত্যাশা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের।’
গত কাতার বিশ্বকাপ থেকেই আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের ফুটবলপ্রেম অন্য মাত্রা পেয়েছে। এদিকে কলকাতায় আসার কথা থাকলেও ভালোবাসার টানে বাংলাদেশে আগে আসেন দলটির তারকা গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। ১১ ঘণ্টা কাটিয়ে দেখা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও। সংক্ষিপ্ত সময়ের এই সফরে মার্টিনেজকে সম্মাননা জানানো হয় তাকে আনা স্পন্সর প্রতিষ্ঠানের কার্যালয়ে। সেখানে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও অল্প কয়েকজন ফুটবলভক্ত উপস্থিত ছিলেন। এভাবেই দুই দেশের সম্পর্ক গভীর করার সুযোগ করে দিচ্ছে ফুটবল।