, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সুড়ঙ্গকে দশে সাড়ে আট দিলেন তাসরিফ

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৩ ১১:৩৪:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৩ ১১:৩৪:৩৬ পূর্বাহ্ন
সুড়ঙ্গকে দশে সাড়ে আট দিলেন তাসরিফ
ঈদুল আজহা উপলক্ষে সারাদেশের সিনেমা হলগুলোতে মুক্তি পেয়েছে রায়হান রাফি নির্মিত ও আফরান নিশো অভিনীত সিনেমা ‘সুড়ঙ্গ’। মুক্তির পরেই ব্যাপক সাড়া ফেলেছে সিনেমাটি। যদি কিছু মানুষ সিনেমাটি নিয়ে সমালোচনা করেছে। তবে সিনেমাটি দেখে প্রশংসা করলেন এই সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাসরিফ খান।

এর আগে মঙ্গলবার (৪ জুলাই) নিজের ফেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে সিনেমাটি প্রসঙ্গে তাসরিফ লেখেন, হলে যেয়ে 'সুড়ঙ্গ' দেখে আসছি। খুব কাটাকাটি করে রেটিং করলেও দশে সাড়ে আট দেয়া যায়। আমাদের এই জেনারেশন এর বেশিরভাগ তরুণ প্রজন্মই নেটফ্লিক্স এ পৃথিবীর সেরা সিনেমাগুলো দেখে অভ্যস্ত। সেই যায়গায় নিজের দেশের এত দারুণ একটা সিনেমা দেখা সত্যিই একটা ট্রিট। 

তিনি আরও লেখেন, যেমন কাহিনী, তেমন অভিনয়! এইদিকে লোকেশন থেকে শুরু করে, লাইটিং, ফ্রেমিং এবং স্পেশালি এই লেভেলের ডিরেকশান। A tremendous work done by 'Team Shurongo' ? এবার প্রিয়তমা এবং প্রহেলিকা দেখা বাকি রইলো। বাংলা সিনেমার নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।" 
সর্বশেষ সংবাদ
জবির ৭০০ শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস-সুন্নাহ ফাউন্ডেশন

জবির ৭০০ শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস-সুন্নাহ ফাউন্ডেশন