বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ কলকাতা। পশ্চিমবঙ্গে দুদিনের সফরে কলকাতাবাসী ভালোবাসা উপভোগ করছেন আর্জেন্টিনার এই ফুটবল তারকা। এদিকে কলকাতা সফরের শেষ দিনে কাঁপিয়ে দিয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। গতকাল বুধবার ছিল মার্টিনেজের কলকাতা সফরের শেষ দিন। এদিন সকাল থেকেই বেশ কিছু কর্মসূচিতে অংশ নেন এই বিশ্বকাপজয়ী গোলরক্ষক।
কলকাতার কাছেই লেকটাউন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে সংবর্ধনা জানানো হয় মার্টিনেজকে। সেখানেই এমিকে ভালোবাসার প্রতীক হিসাবে 'গোল্ডেন গ্লাভস' তুলে দেওয়া হয়। আর গ্লাভস নিয়েই সেই পুরনো বিতর্কিত অঙ্গভঙ্গি করতে দেখা যায় এই আর্জেন্টাইনকে। যদিও অনুষ্ঠানে সঞ্চালকের অনুরোধেই নাকি এমন পোজ দিয়েছেন মার্টিনেজ। মুখ কুঁচকে, একগাল হাসি নিয়ে নাভির ঠিক নিচে গোল্ডেন গ্লাস হাতে নিয়ে সেলিব্রেশন করতে দেখা যায় তাকে।
মঙ্গলবারের পর বুধবারেও তাকে এক ঝলক দেখার জন্য ভিড় উপচে পড়ে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। শুরুতেই ভিআইপি রোডের ধারে ফুটবলের ঈশ্বর বলে খ্যাত ম্যারাডোনার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান মার্টিনেজ। এরপর সেখান থেকে মন্ত্রী সুজিত বসুর সঙ্গে হুডখোলা গাড়িতে চেপে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে যান মার্টিনেজ। যাওয়ার সময় ভক্তদের আবদার মেনে ফুটবল কাগজ কিংবা টি-শার্টে অটোগ্রাফ দিতে দেখা যায় তাকে। মার্টিনেজের সফরকে কেন্দ্র করে কয়েকটি জেলায় গোলকিপিংয়ের প্রতিযোগিতা করেছিলেন উদ্যোক্তারা। সেখানকার বাছাইদের নিয়ে বুধবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে হয় মূলপর্বের প্রতিযোগিতা। মার্টিনেজ সেখানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। তিনি নিজেও নেমে পড়েন মাঠে, রুখে দেন সুজিত বোসের তিনটি শট।
শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের অনুষ্ঠান শেষ করে কলকাতার লেবুতলা পার্কে বিজেপি নেতা সজল ঘোষ এর একটি অনুষ্ঠানে যান মার্টিনেজ। সেখানেও তাকে ঘিরে একই রকম উন্মাদনা চোখে পড়ে। সমর্থকরা মঞ্চের খুব কাছাকাছি চলে এসে মার্টিনেজের সাথে হাত মেলানোর চেষ্টা করেন, ছবি তোলার চেষ্টা করেন। কলকাতা পুলিশের সদস্য কিংবা মার্টিনেজের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীদেরও কার্যত হিমশিম খেতে হয় সেই উন্মাদনা সামলাতে।
এর আগে সোমবার (৩ জুলাই) ভোরে বাংলাদেশে পা রাখেন মার্টিনেজ। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক বাংলাদেশে অবস্থান করেছেন ১১ ঘণ্টার মতো। ঝটিকা সফরে তিনি দেখা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সঙ্গেও দেখা হয়েছে তার। এছাড়া আর্জেন্টাইন গোলরক্ষকের দেখা পেয়েছেন ভাগ্যবান কিছু ব্যক্তিবর্গ।