আমিরুল ইসলাম,কামারখন্দ,(সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে ঈদ উপলক্ষে যাত্রীদের কাছে থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়ার অভিযোগে জামতৈল- কড্ডা, সিরাজগঞ্জ রুটে জামতৈল পূর্ব বাজার সিএনজি চালিত অটোরিকশার গ্যারেজের চেইন মাস্টার আব্দুল মোমিনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৫জুলাই) দুপুরে উপজেলার জামতৈলের সিএনজি চালিত অটোরিকশা গ্যারেজে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।
কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরিনা সুলতানা বলেন, যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে এমন অভিযোগ পাওয়ার পরে অভিযান পরিচালনা করে চেইন মাস্টারকে জরিমানা করা হয়েছে। সেই সাথে সিএনজি চালক ও চেইন মাস্টারকে সর্তক করা হয়েছে।