, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


হিরো আলমের নির্বাচনী প্রচারণায় বাধা

  • আপলোড সময় : ০৫-০৭-২০২৩ ০৪:৪৩:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৩ ০৪:৪৩:১১ অপরাহ্ন
হিরো আলমের নির্বাচনী প্রচারণায় বাধা ফাইল ছবি
রাজধানীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রতীক পেয়ে প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। এদিকে উপ-নির্বাচনের নির্বাচনী প্রচারণায় গিয়ে বাধার শিকার হয়েছেন ওই আসনের স্বতন্ত্রপ্রার্থী হিরো আলম। এসময় তিনিসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন হিরো আলম।

আজ বুধবার (৫ জুলাই) দুপুর পোন ১টার দিকে রাজধানীর মহাখালীর সাততলা বস্তির সামনের জাতীয় সংক্রামক ব্যাধি হাসপাতালের গেইট এলাকায় এই ঘটনা ঘটে। হিরো আলমের অভিযোগ- জয় বাংলা স্লোগান দিয়ে তার নির্বাচনী কাজে বাধা দিয়েছে। 

তিনি বলেন, নির্বাচনী প্রচারণা হিসেবে আজকে প্রথম দিন ছিল। কিন্তু এলাকায় এসে প্রচারণা শুরু করলে হঠাৎ কয়েকজন নারী পুরুষ অতর্কিত আমাদের দিকে ধাক্কা-ধাক্কি শুরু করে। এক পর্যায়ে আমাদের গায়েও হাত তুলেছে। পরে কোনো মতে জীবন নিয়ে সেখান থেকে পালিয়ে আসি আমরা।

আগামী ১৭ জুলাই ঢাকা-১৭ আসনে উপনির্বাচন হবে। আসনটিতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আলী আরাফাত। অন্যদিকে জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীও আছেন। মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া আসনটিতে।
সর্বশেষ সংবাদ