, বুধবার, ০১ মে ২০২৪ , ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


ধান কাটতে গিয়ে বজ্রপাতে ঝরল কলেজছাত্রের প্রাণ

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৩ ০৮:৫৪:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৩ ০৮:৫৪:১৪ অপরাহ্ন
ধান কাটতে গিয়ে বজ্রপাতে ঝরল কলেজছাত্রের প্রাণ
আজ বিকেলে হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে সৌরভ দাশ (২১) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার ৩ মে বিকেল ৫টার দিকে উপজেলার চন্ডিপুর হাওরে এ ঘটনা ঘটে।

এদিকে নিহত সৌরভ দাশ উপজেলার সুজাতপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের কৃষক জয়ধর দাশের ছেলে। তিনি বানিয়াচং শচীন্দ্র ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
 
স্থানীয়রা জানান, বিকেলে সৌরভ ও তার বাবা বাড়ির পার্শ্ববর্তী হাওরে ধান কাটছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে সৌরভ গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার মোল্লা আবেদুর রেজা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ বলেন, নিহত কৃষক পরিবারের সদস্যকে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।
সর্বশেষ সংবাদ
৭২ সালের পর সর্বোচ্চ তাপমাত্রা দেখল দেশবাসী

৭২ সালের পর সর্বোচ্চ তাপমাত্রা দেখল দেশবাসী