, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বিএনপি যদি নির্বাচনে অংশ নেয় তবে তাদের সঙ্গে সংলাপ হবে: সালমান এফ রহমান

  • আপলোড সময় : ০৫-০৭-২০২৩ ০২:২৪:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৩ ০২:২৪:১৩ অপরাহ্ন
বিএনপি যদি নির্বাচনে অংশ নেয় তবে তাদের সঙ্গে সংলাপ হবে: সালমান এফ রহমান
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ‘বিএনপি যদি নির্বাচনে অংশ নেয় তবে তাদের সঙ্গে সংলাপ হবে। তিনি বলেন, কীভাবে আরও সুষ্ঠু ও ভালো নির্বাচন করা যায় তা নিয়ে বিএনপির সঙ্গে সংলাপ হতে পারে। তবে উচ্চ আদালত যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে তা নিয়ে বিএনপির সঙ্গে কোনো সংলাপ হবে না। আজ বুধবার (৫ জুলাই) আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ ভবনে যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক মন্ত্রী নাইজেল হাডলস্টনের সাথে সাক্ষাৎ শেষে তিনি এসব বলেন। 

সৌজন্য সাক্ষাৎ শেষে সালমান এফ রহমান বলেন, ‘যুক্তরাজ্য বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায়। আমরাও নির্বাচন কমিশনকে শক্তিশালী করেছি। সরকার নিরপেক্ষ নির্বাচনে কমিটেড। আমাদের ইসি স্বাধীন। অনেক সিটি করপোরেশন নির্বাচন নিরপেক্ষ হচ্ছে এটা তার প্রমাণ। আমরা সংলাপে রাজি তাদের বলতে হবে নির্বাচনে আসবেন।’

বাণিজ্য ও ব্যবসা নিয়ে ৯০ শতাংশ কথা হয়েছে জানিয়ে সালমান এফ রহমান নির্বাচন প্রসঙ্গে বলেন, কেয়ারটেকার গভর্মেন্ট নিয়ে আলেচনা হবে না। নির্বাচনে অংশগ্রহণ ছাড়া কোনো উপায় নেই, এটা বিরোধী দলের বোঝা দরকার। যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ করা হবে জানিয়ে সালমান এফ রহমান বলেন, যুক্তরাজ্য থেকে এয়ারবাস কেনা নিয়ে কথা হয়েছে। জিএসপির পর ডিসিটিএস স্কিম বাংলাদেশ-যুক্তরাজ্য বাণিজ্যে নতুন সম্ভাবনা দেখাবে। শুল্ক সুবিধা ঘিরে এর থেকে বড় শিল্পের পাশাপাশি সুবিধা পাবে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাও।

উল্লেখ্যে, যুক্তরাজ্য ও বাংলাদের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারের লক্ষ্যে ঢাকায় আসেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক মন্ত্রী নাইজেল হাডলস্টন।

 
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস