চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হতে যাচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী আফগানিস্তান। সিরিজের প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক তামিম জানিয়েছিলেন শতভাগ ফিট না থাকলেও প্রথম ওয়ানডেতে খেলবেন তিনি। আজ বুধবার (৫ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
এখন অবধি প্রথম ছয় পজিশনে কোন পরিবর্তনের সম্ভাবনা নেই। তামিম ইকবাল-লিটন দাস ওপেন করবেন। ওয়ান ডাউনে নামবেন নাজমুল হোসেন শান্ত। টু ডাউনে সাকিব আল হাসান। এরপর তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম। তবে পরিবর্তন আসতে পারে নাম্বার সেভেনে। এই পজিশনে হেড কোচ হাথুরুসিংহে বাজিয়ে দেখতে পারেন আফিফ হোসেনকে। সেই প্রেক্ষিতে একধাপ নেমে ব্যাটিং করতে হবে মেহেদী হাসান মিরাজকে।
আফগানদের বিপক্ষে সেই আগের ফরম্যাটেই ফিরে যাচ্ছেন কোচ। যে কারণে পেস বোলিং ইউনিট সামলানোর দায়িত্ব পড়বে তিন পেসারের ওপর। পেস ইউনিটের কাণ্ডারি তাসকিন আহমেদকে অনুশীলনে দেখা গেছে কিছুটা অস্বস্তিতে ভুগতে। ম্যাচের আগ পর্যন্ত তিনি যদি ফিট না হন তাহলে তার পরিবর্তে একাদশে দেখা যাবে এবাদত হোসেনকে। এছাড়া সঙ্গী হিসেবে থাকবেন হাসান মাহমুদ। আর কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান তো আছেনই।
বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ/শরিফুল ইসলাম।
আফগানিস্তানের সম্ভাব্য একাদশ: হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, নাজিবউল্লাহ জাদরান, রাশিদ খান, মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব-উর-রহমান, ফজলহক ফারুকী, সৈয়দ আহমেদ শিরজাদ।