, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মির্জা ফখরুলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৩ ০৪:৫২:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৩ ০৪:৫২:০২ অপরাহ্ন
মির্জা ফখরুলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার (৪ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আছেন দলের মানবাধিকার-বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ। এছাড়া রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে রয়েছেন ইইউ’র ডিসিএম স্প্যানিয়ার বার্ন্ড ও রাজনৈতিক কর্মকর্তা সেবাস্টিয়ান।

এর আগে সকালে ইইউ রাষ্ট্রদূত জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে আগামী সংসদ নির্বাচন নিয়ে তারা আলোচনা করেন। বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকেও একই বিষয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।  
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস