উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ভোগান্তির আরেক নাম উল্লাপাড়া পাটবন্দর-বেতবাড়ী পূর্ব সাতবাড়ীয়া খেয়াঘাট কাঁচা সড়ক। বর্তমানে এই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে রাস্তায় জমে কাদা আর গ্রীষ্ম মৌসুমে ১ হাঁটু ধুলা। এ অবস্থায় চলাচল করতে হয় স্থানীয় অন্তত: ১০টি গ্রামে মানুষের। বিশেষ করে এই পথে দুর্ভোগ সয়ে প্রতিদিন যাতায়াত করতে হয় উল্লাপাড়া পৌর শহরে অবস্থিত কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১ হাজারের মতো শিক্ষার্থীকে। দীর্ঘদিন ধরে সংস্কারাভাবে রাস্তাটির এমন বেহালদশা হয়েছে। এই রাস্তাটির গুরুত্ব স্থানীয়দের কাছে অনেক বেশি।
স্থানীয় বাসিন্দারা জানান, ২ কিলোমিটার দীর্ঘ এই রাস্তা দিয়ে পঞ্চক্রোশী ইউনিয়নের বেতবাড়ী, পূর্বসাতবাড়ীয়া, রামকান্তপুর, চর সাতবাড়ীয়া, বেতকান্দি, ছোট লক্ষীপুর, বড় লক্ষীপুর, ভদ্রকোলসহ ১০টি গ্রামের মানুষ প্রতিদিন উল্লাপাড়া উপজেলা সদর, ইউএনও অফিস, সাব রেজিস্ট্রি অফিস, উপজেলা ডাকঘর, পৌর বাজার, উল্লাপাড়া থানা ও ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালে যাতায়াত করে থাকেন।
একই সঙ্গে এসব গ্রামের প্রায় ১ হাজারের মতো ছাত্র ছাত্রী উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ, উল্লাপাড়া বিজ্ঞান কলেজ, এইচ. টি. ইমাম গার্লস স্কুল এন্ড কলেজ, উল্লাপাড়া মার্চেন্ট পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, মোমেনা আলী বিজ্ঞান স্কুল, উল্লাপাড়া সানফ্লাওয়ার স্কুল ও উল্লাপাড়া কামিল মাদ্রাসা, ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াত করতে হয় এই পথে। বিশেষত: বর্ষা বৃষ্টির দিনে শিক্ষার্থীদের কাদা পানি মাড়িয়ে এই রাস্তায় চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়।
স্থানীয়রা অভিযোগ করেন, রাস্তাটি সংস্কার ও পাকা করার জন্য এলাকাবাসী পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদে অনেকবার আবেদন জানিয়েছেন। কিন্তু আমলে নেয়নি জনপ্রতিনিধিরা। অভিযোগকারীগণ অবিলম্বে উক্ত রাস্তাটি পাকা করার দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজের সঙ্গে যোগাযোগ করলে তিনি এলাকাবাসীর দুর্ভোগের কথা স্বীকার করে জানান, উল্লাপাড়া পাটবন্দর-বেতবাড়ী পূর্বসাতবাড়িয়া খেয়াঘাট সড়কটিতে কয়েক বছর আগে মাটি ফেলা হয়েছিল। কিন্তু বর্ষা বৃষ্টির কারণে মাটি ধুয়ে মুছে গেছে। সড়কটি প্রয়োজনীয় উচ্চতায় পাকা-করণের জন্য তিনি একটি প্রকল্প তৈরি করে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন। প্রকল্প অনুমোদন হলে তিনি এই সড়ক সংস্কারের কাজ শুরু করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উল্লাপাড়া অফিস প্রধান উপজেলা প্রকৌশলী আবু সায়েদ জানান, এই রাস্তাটি প্রকল্পের অন্তর্ভুক্ত করে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে। অনুমোদন পেলে দ্রুত এই রাস্তাটির কাজ করা হবে।