, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আমি সো কল্ড ওই হিরো না যে, বউ-বাচ্চার কথা বলব না: আফরান নিশো

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৩ ১১:৪১:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৩ ১১:৪৮:১৬ পূর্বাহ্ন
আমি সো কল্ড ওই হিরো না যে, বউ-বাচ্চার কথা বলব না: আফরান নিশো
এবার ঈদুল আজহায় মুক্তি পেয়েছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর ‘সুড়ঙ্গ’ সিনেমা। এর মাধ্যমে বড়পর্দায় নাম লিখিয়েছেন তিনি। একি সাথে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চিত্রনায়ক শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’। মুক্তির পর থেকেই পর্দায় বাজিমাত করেছে ঈদের সিনেমাগুলো। দর্শকদেরও প্রশংসা পাচ্ছে তাদের নতুন ছবি। যার কারণে এই দুই অভিনেতার ভক্তরাও মেতেছেন নানা তর্ক-বিতর্কে। কেউ বলছেন ‘সুড়ঙ্গ’ এবারের ঈদের সেরা সিনেমা। আবার কেউ দাবি করছেন ‘প্রিয়তমা’ই সেরা। 

এদিকে এসব নিয়ে দুই অভিনেতাকে কোনও মন্তব্য করতে দেখা যায়নি। তবে সোমবার (৩ জুলাই) বিকেলে স্টার সিনেপ্লেক্সের মহাখালী শাখায় সাংবাদিকদের মুখোমুখি হয় ‘সুড়ঙ্গ’ টিম। যেখানে কথা বলেছেন আফরান নিশো। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের এক ফাঁকে ‘বিয়ে-বউ’ প্রসঙ্গে মন্তব্য করতে দেখা যায় এই অভিনেতাকে। যেখানে পরোক্ষভাবে শাকিব খানকেই যেন খোঁচা মেরেছেন তিনি।নিশো বলেন, ‘একটা প্রশ্ন বারবারই আসে, সেটা হচ্ছে চাপ। এই চাপ তো কোনও সময় ছিল না, শুটিংয়ের সময় ছিল। বয়স হয়ে গেছে চল্লিশের ওপরে। অনেক দিন ধরে কাজ করছি। চাপটা আসলে কীসের?’

এরমধ্যেই এক গণমাধ্যমকর্মী বলেন, ‘বয়সটা বলে দিলেন!’ জবাবে নিশো যেই উত্তর দিলেন সেখানেই যেন শাকিবকে নিশানা করলেন। অভিনেতা বললেন, ‘বয়স বলছি কারণ, আমি তো সো কলড ওই হিরো না যে বিয়ে করে বউয়ের কথা বলব না বা বাচ্চার কথা বলব না। এসব ধারণা ছিল অনেক আগে। যখন নায়কদের বেশি এক্সক্লুসিভ থাকতে বলা হতো। জনগনের সঙ্গে দেখা না করা সাক্ষাৎ না দেওয়ার প্রচলন ছিল।’

এদিকে আফরান নিশোর এমন মন্তব্যর পর শাকিব ভক্তরা অভিনেতার দিকে আঙুল তুলছেন। সিনেমার প্রচারে গিয়ে অন্যকে নিশানা করে কিছু বলারও সমালোচনা করছেন।
সর্বশেষ সংবাদ
জবির ৭০০ শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস-সুন্নাহ ফাউন্ডেশন

জবির ৭০০ শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস-সুন্নাহ ফাউন্ডেশন