, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


‘প্রিয়তমা’ দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি প্রতিমন্ত্রী পলক

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৩ ১০:৫০:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৩ ১০:৫০:৫২ পূর্বাহ্ন
‘প্রিয়তমা’ দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি প্রতিমন্ত্রী পলক
এবারের ঈদে সারা দেশে মুক্তি পেয়েছে শাকিব খান ও ইধিকা পাল অভিনীত ‘প্রিয়তমা’। রবিবার (২ জুলাই) বিকেলে সিনেমাটি দেখতে সিনেপ্লেক্সে উপস্থিত হন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী-সন্তারাও। ‘প্রিয়তমা’ দেখে বের হওয়ার পর সন্ধ্যায় প্রতিমন্ত্রী মুখোমুখি হন সংবাদমাধ্যমের। জানান নিজের অনুভূতি। এসময় মন্ত্রী সাংবাদিকদের জানান, ‘প্রিয়তমা’ দেখে চোখের পানিই ধরে রাখতে পারিনি।

পলক বলেন, শাকিব খান আবারও প্রমাণ করেছেন তিনি একজন সুপারস্টার। সিনেমাটির শুরু থেকে শেষ পর্যন্ত আবেগতাড়িত করেছে আমাকে। সত্যি বলতে আমি চোখের পানি ধরে রাখতে পারিনি। প্রিয়তমা দেখে আমি আনন্দিত। শাকিব-ইধিকা জুটির এই সিনেমাটি মাইলফলক সৃষ্টি করবে মন্তব্য করে প্রতিমন্ত্রী আরও বলেন, সিনেমাটি দেখার জন্য মানুষ হলমুখী হয়েছে। দর্শক লাইন ধরে টিকিট কাটছে। লাইন ধরে হলে প্রবেশ করছে। দেশের সিনেমা ইতিহাসে অনন্য মাইলফলক হয়ে থাকবে সিনেমাটি।

এছাড়া তিনি সবাইকে হলে এসে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়ে বলেন, আপনারা সিনেমা হলে আসুন। পরিবারের সঙ্গে প্রিয়তমা দেখুন। এদিকে সারাদেশে ১০৭টি সিনেমা হলে চলছে ‘প্রিয়তমা’। এতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। হিমেল আশরাফের পরিচালনায় রোম্যান্টিক-অ্যাকশন ঘরানার সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান। এতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মী প্রমুখ।
 
সর্বশেষ সংবাদ
জবির ৭০০ শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস-সুন্নাহ ফাউন্ডেশন

জবির ৭০০ শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস-সুন্নাহ ফাউন্ডেশন