, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


প্রশংসায় ভাসছে ‘সুড়ঙ্গ’, দর্শক কমছে প্রিয়তমার

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৩ ০৭:২৩:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৩ ০৭:২৩:৫১ অপরাহ্ন
প্রশংসায় ভাসছে ‘সুড়ঙ্গ’, দর্শক কমছে প্রিয়তমার
ঈদে সিনেমা মানেই প্রেক্ষাগৃহে দর্শকদের উপচেপড়া ভিড় ও বাড়তি উন্মাদনা। মুক্তিপ্রাপ্ত সিনেমা ঘিরে হলের ভরপুর দর্শকদের উত্তেজনা যেন বহুগুণে বাড়িয়ে দেয় ঈদের আনন্দ। গেল ঈদুল আজহায় মুক্তি পায় পাঁচ চলচ্চিত্র। ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হচ্ছে- ‘সুড়ঙ্গ’, ‘প্রিয়তমা’, ‘লাল শাড়ি’, ‘প্রহেলিকা’ ও ‘ক্যাসিনো’।

এর মধ্যে ব্যাপক আলোচনায় রয়েছে রায়হান রাফি নির্মিত ও আফরান নিশো অভিনীত সিনেমা ‘সুড়ঙ্গ’। অন্যদিকে, ধীরে ধীরে দর্শক কমছে শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’র। এটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, মুক্তির আগে থেকে আমরা ‘সুড়ঙ্গ’সিনেমাটির বেশি সাড়া পাচ্ছিলাম। টিকিটের জন্য বিভিন্ন জায়গা থেকে ফোন আসছিল। প্রথমে সব শাখা মিলে ‘সুড়ঙ্গ’র মোট শো ছিল ১৮টি। আগাম টিকিট ছাড়ার পর দর্শকের চাহিদার কারণে এখন সব শাখা মিলে ৩০টি শো করা হয়েছে। এমনকি ‘সুড়ঙ্গ’র দর্শক চাহিদার কারণে আমাদের সব শাখার হলিউড সিনেমারগুলোর সব শিডিউল বাতিল করে ‘সুড়ঙ্গ’র শো বাড়ানো হয়েছে।

বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি দেখতে আসা দর্শক বলেন, সুড়ঙ্গ সিনেমার ট্রেলারটা দেখে এতোটাই ভালো লেগেছে, যে পরিবারের ২০ জন সদস্যকে নিয়ে সিনেমাটি দেখতে এসেছি। আর আমি আফরান নিশোকে অনেক বেশি পছন্দ করি।

আরেক দর্শক বলেন, আমরা শাকিব খানের থেকে আফরান নিশোকে বেশি পছন্দ করি। শাকিব খানের সিনেমা নিয়ে আসলে কোনো এক্সাইটমেন্ট কাজ করে না। নিশোর অভিনয় সব সময় অনেক ভালো। 'সুড়ঙ্গ' দেখতে আসার একমাত্র কারণ ছিল নিশো। সিনেমায় তার কাছ থেকে যে রকম এক্সপেক্ট করেছিলাম, ঠিক সেরকমই পেয়েছি। একটা সাসপেন্স ছিল যে, কখন কী হবে বা এরপর কী হবে। তাই পুরো সিনেমা জুড়েই এক্সাইটমেন্ট ছিল।

অভিনেতার এক ভক্ত বলেন, আফরান নিশোর সিনেমা দেখার জন্যই কোনো কাজ রাখিনি। এবারের ঈদে এটাই আমার বেষ্ট ঈদ উদযাপন। পর্দায় নিশো একদমই ভিন্ন একটি চরিত্র নিয়ে এসেছেন। আমরা চাই আফরান নিশো চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করুক। আমরা তার সিনেমা দেখব।

আফরান নিশোর কাছে ঠিক যে রকম আশা করেছিলেন, সে রকমই পেয়েছেন বলে জানিয়েছেন অধিকাংশ দর্শকরা। সেই সঙ্গে সিনেমার অ্যাকশন, সাসপেন্স, রোমান্সসহ সব গানগুলোও জায়গা করে নিয়েছে দর্শকহৃদয়ে।

অপরদিকে, ঈদুল আজহা উপলক্ষে পাবনার রুপকথা সিনেমা হলে চলছে প্রিয়তমা সিনেমা। কিন্তু হলে দর্শকদের সাড়া কম। হলটির ম্যানেজার রাইহান হোসেন জানান, ভেবেছিলাম এবারের ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ সিনেমাটি ভালো চলবে। কিন্তু দর্শকদের তেমন সাড়া মিলছে না। কি কারনে দর্শকরা খুশি হচ্ছে না, সেটাই বুঝতে পারছি না। হলে ৩০ শতাংশ টিকিট বিক্রি হচ্ছে। দর্শকদের কোনো ভিড়ই নাই।
 
একই প্রসঙ্গে দিনাজপুর মর্ডান সিনেমা হলের ব্যবস্থাপক মোহাম্মদ রেজা জানান, শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ঈদে মুক্তির পর প্রথম তিনদিন সিনেমা চললেও এখন একেবারেই দর্শক নেই হলে। কারণ, হিসেবে অনেকেই জানান ঈদের ব্যস্ততা শেষে সবাই যার যার কর্মস্থলে ফিরে যাওয়ায়, হলে দর্শক কমে গেছে। মাত্র ৩৫ শতাংশ টিকিট বিক্রি হচ্ছে।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস