, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মার্টিনেজকে বাজপাখি, নৌকা ও বঙ্গবন্ধুর বই উপহার

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৩ ০২:০৮:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৩ ০২:০৮:৩৩ অপরাহ্ন
মার্টিনেজকে বাজপাখি, নৌকা ও বঙ্গবন্ধুর বই উপহার ছবি : সংগৃহীত
বাংলাদেশে এসেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সোমবার (৩ জুলাই) ভোর ৫টা ১০মিনিটে ঢাকায় পা রাখেন এই তারকা। মাত্র ১১ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে তার সঙ্গে এসেছেন কয়েকজন ব্যক্তিগত স্টাফও। কলকাতার ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের আমন্ত্রণে ভারতীয় উপমহাদেশ সফরে আসেন মার্টিনেজের । তার বাংলাদেশ সফরের স্পন্সর ফান্ডেড নেক্সট। মার্টিনেজ বিমানবন্দরে পৌঁছে সরাসরি চলে যান রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে। 

এদিন মার্টিনেজের সঙ্গে প্রায় পৌনে এক ঘণ্টা সময় কাটান আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ হোসেন পলক। পরে তিনি মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যমের। সেখানেই জানান, পৃষ্ঠপোষক কোম্পানির পক্ষ থেকে তাকে বেশকিছু উপহার সামগ্রী দেওয়ার কথা।
মার্টিনেজকে দেওয়া উপহার সামগ্রীর মধ্যে রয়েছে বাজপাখি। ভক্তসমর্থকরা তাকে আদর করে বাজপাখি বলে ডাকেন। তাই উপহার হিসেবে সেই পাখিই দেওয়া হয় তাকে। উপহার পেয়ে দারুণ খুশি মার্টিনেজও। বাজপাখি নামটিও তার পছন্দ হয়েছে বলে জানান।

পলক বলেন, মার্টিনেজকে বাজপাখি উপহার দিয়েছে ফান্ডেড নেক্সট। এতে সে খুবই খুশি হয়েছে। বাজপাখি নামটি বেশ পছন্দ করেছে। সে নিজেও বেশ কয়েকবার এটি বলেছে। শুধু বাজপাখিই নয়, আর্জেন্টাইন তারকার হাতে তুলে দেওয়া হয়েছে দেশের ইতিহাস ও ঐতিহ্যের স্মারকও। বঙ্গবন্ধুর বই দেওয়া হয়েছে তাকে উপহার হিসেবে। দেওয়া হয়েছে নদীমাতৃক দেশের প্রতীক নৌকা। পাটের  তৈরি একটি দেশীয় নৌকা দেওয়া হয় তাকে।
 
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস