টেস্ট সিরিজে লজ্জার হারের পর এবার আফগানিস্তানের সামনে ওয়ানডে ও টি-টোয়েন্টির চ্যালেঞ্জ। দেশের মাটিতে বাংলাদেশ কতটা ভয়ঙ্কর দল, তা বেশ ভালোই টের পেয়েছে আফগানরা। সেই কথা মাথায় রেখে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে সফরকারীরা।
আজ রোববার ২ জুলাই এক বিবৃতির মাধ্যমে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান। টেস্ট সিরিজে না থাকলেও এই সিরিজে থাকছেন প্রাণভোমরা রশিদ খান। তার কাঁধেই পড়েছে অধিনায়কত্বের ভার।
ঘোষিত ১৬ সদস্যের দলে আছেন মুজিবুর রহমান, মোহাম্মদ নবীদের মতো পরীক্ষিত স্পিনাররা। এছাড়াও করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, নবীন উল হক। চমক হিসেবে সুযোগ পেয়েছেন ওয়াফাদার মোমান্দ, সিদ্দিকুল্লাহ অটল। সবমিলিয়ে অভিজ্ঞদের পাশাপাশি তরুণদের নিয়ে বেশ ভারসাম্যপূর্ণ তাদের টি-টোয়েন্টি দল।
আগামী ১৪ ও ১৬ জুলাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান।
বাংলাদেশের টি-টোয়েন্টি দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামিম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, আফিফ হোসেন ধ্রুব।
আফগানিস্তান টি-টোয়েন্টি দল: রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শেহজাদ, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবী, নাজিবউল্লাহ জাদরান, সিদ্দিকুল্লাহ অটল, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, ফজল হক ফারুকী, নবীন উল হক, ওয়াফাদার মোমান্দ, ফরিদ আহমেদ মালিক, নুর আহমেদ, মুজিবুর রহমান।