, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


কাল ভোরে ঢাকায় আসছেন এমিলিয়ানো মার্টিনেজ

  • আপলোড সময় : ০২-০৭-২০২৩ ০৭:৫১:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৩ ০৭:৫১:৩৪ অপরাহ্ন
কাল ভোরে ঢাকায় আসছেন এমিলিয়ানো মার্টিনেজ
ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপজয়ে বড় ভূমিকা রাখেন দলটির গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপজয়ের কয়েক মাস পরই তারকা এই ফুটবলার পা রাখছেন বাংলাদেশে। সবকিছু ঠিক থাকলে ৩ জুলাই ভোরে ঢাকা পৌঁছাবেন এই আর্জেন্টাইন। 

ঢাকায় পৌঁছে একটি হোটেলে কয়েক ঘণ্টা বিশ্রাম নেবেন মার্টিনেজ। এরপর তার স্পন্সর প্রতিষ্ঠান নেক্সট ভেঞ্চারের এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানে মাশরাফি বিন মর্তুজার পাশাপাশি উপস্থিত থাকার কথা রয়েছে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলকের। 
 
মধ্যাহ্ন ভোজ শেষ করে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার সূচিও রয়েছে মার্টিনেজের সফরসূচিতে। বিকেল ৪টা ৪০ মিনিটের ফ্লাইটে ঢাকা ছাড়বেন কলকাতার উদ্দেশ্যে।

কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত  বলেন, ‘ভোর সাড়ে ৫টায় ঢাকায় পৌঁছাবেন মার্টিনেজ। এরপর হোটেলে কিছুটা সময় বিশ্রাম নেবেন। দুপুরে পৌনে এক ঘণ্টার জন্য যে প্রতিষ্ঠান তাকে ঢাকায় আনছে সেই প্রতিষ্ঠানের অফিস পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে তার। এরপরই বাংলাদেশ ত্যাগ করবেন তিনি।’
সর্বশেষ সংবাদ
‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’

‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’