ঈদুল আজহার চার দিনের ছুটি ও এক দিন সাপ্তাহিক ছুটি, সবমিলিয়ে টানা পাঁচ দিন পর আজ রবিবার খুলছে সরকারি অফিস, আদালত, ব্যাংক-বিমা, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠান।
গত বৃহস্পতিবার (২৯ জুন) সারা দেশে পালিত হয় মুসলমানদের অন্যতম বড় উৎসব পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষ্যে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত চারদিন ছুটি ছিল। এরপর ১ জুলাই ছিল সাপ্তাহিক ছুটি।
কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষেরা। তবে ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে তেমন কর্মব্যস্ততা থাকে না। সহকর্মীরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করে থাকেন। ব্যাংকপাড়ায়ও জরুরি প্রয়োজন ছাড়া লেনদেন খুব একটা হয় না।
যারা ঢাকার বাইরে ঈদ করতে গেছেন অনেকেই এক-দুইদিনের ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ফলে অফিস আদালত পুরোপুরি কার্যক্রম শুরু হতে আরও দুই-তিনদিন লেগে যাবে।