, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


দেশের সাত বিভাগে অতি ভারি বর্ষণের পূর্বাভাস

  • আপলোড সময় : ০২-০৭-২০২৩ ০৮:২৩:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৩ ০৮:২৩:৪২ পূর্বাহ্ন
দেশের সাত বিভাগে অতি ভারি বর্ষণের পূর্বাভাস
আজ দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এর মধ্যে ঢাকাসহ ৭ বিভাগে অতি ভারি বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে। গতকাল শনিবার ১ জুলাই আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
 
এমন পরিস্থিতিতে শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
 
এদিকে বিকেল ৩টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য এক সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে কুমিল্লা, নোয়াখালী জেলাসহ ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (৮৯ মিলিমিটার বা তারও বেশি) বর্ষণ হতে পারে।  
 
শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৩৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে। এ ছাড়া পাবনার ঈশ্বরদীতে ৯৪, ঢাকায় ৮২, কুষ্টিয়ার কুমারখালীতে ৭৪, টাঙ্গাইলে ৭২, নওগাঁর বদলগাছীতে ৬৯, ভোলায় ৬৭, ফেনীতে ৬১, ফরিদপুর ও সিরাজগঞ্জের তাড়াশে ৪৮, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৪৩, কুমিল্লায় ৪২, বাগেরহাটের মোংলায় ৩৪, পটুয়াখালীতে ২৫, গোপালগঞ্জ ও চাঁদপুরে ২৪, বরিশালে ২৩, নোয়াখালীর মাইজদীকোর্টে ২১, কিশোরগঞ্জের নিকলিতে ১৮, রংপুরে ১৬, বগুড়া ও ময়মনসিংহে ১৩, চট্টগ্রামের সীতাকুন্ডে ১২, সাতক্ষীরায় ১১ এবং যশোর, চুয়াডাঙ্গা ও নীলফামারীর সৈয়দপুরে ১০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।

এ সময় রাজশাহী, দিনাজপুর, নীলফামারীর ডিমলা, নেত্রকোনা, চট্টগামের সন্দ্বীপ, খুলনা ও পটুয়াখালীল খেপুপাড়ায় ৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 
সর্বশেষ সংবাদ