, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ঘোড়াঘাটে সত্তরোর্ধ্ব বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

  • আপলোড সময় : ০১-০৭-২০২৩ ১১:০৯:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৩ ১১:০৯:৫৩ অপরাহ্ন
ঘোড়াঘাটে সত্তরোর্ধ্ব বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
আরিফুল ইসলাম জিমন, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে আয়তুন বেওয়া নামের সত্তরোর্ধ্ব এক বৃদ্ধা ভিক্ষুককে শ্বাস রোধ করে হত্যার অভিযোগ উঠেছে। 
 
শনিবার (০১ জুলাই) সকাল গড়িয়ে বিকেল পর্যন্ত আয়তুন বেওয়া ঘর থেকে বের না হওয়ায় তার নাতনী দুলালী অনেক ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে জানালা খুলে দেখতে পান ঘরের সব কাপড়চোপড় এলোমেলো অবস্থা এবং বিছানার ওপর তার নানী মৃত অবস্থায় পড়ে আছে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে সন্ধ্যা ৭টায় উপজেলার দূর্গাপুর হাটপাড়া গ্রাম থেকে পুলিশ মৃত আয়তুন বেওয়ার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
 
এ ব্যাপারে উপজেলার ৩নং সিংড়া ইউপির ৮নং ওয়ার্ড মেম্বার মফিজুল ইসলাম জানান, নাতনী ও তার জামাইকে নিয়ে নিজ বাড়িতেই আলাদা বসবাস করতেন আয়তুন বেওয়া। তার স্বামী বহুদিন পূর্বেই মারা যাওয়ায় এবং সংসারের উপার্জনক্ষম ব্যক্তি না থাকায় ভিক্ষাবৃত্তি করে সংসার চলতো তার। শুক্রবার রাতেই ভিক্ষার টাকা চুরি করতে গিয়ে তাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
 
এ বিষয়ে ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 
 
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ জানান, ধারণা করা হচ্ছে বৃদ্ধা আয়তুন বেওয়াকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আমরা এ পর্যন্ত বেশ কিছু ক্লু পেয়েছি। ঘটনার পর থেকে মৃতের নাতনি জামাইকে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন। রবিবার সকালে লাশটি মর্গে পাঠানো হবে। রিপোর্ট হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
সর্বশেষ সংবাদ