, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


প্রেক্ষাগৃহে ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’র জয়জয়কার

  • আপলোড সময় : ০১-০৭-২০২৩ ০৪:২৩:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৩ ০৪:২৩:৩০ অপরাহ্ন
প্রেক্ষাগৃহে ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’র জয়জয়কার
গত বৃহস্পতিবার থেকে দেশব্যাপী ১৬৯ প্রেক্ষাগৃহে চলছে ঈদের ৫ ছবি। এরমধ্যে দর্শক চাহিদার তুঙ্গে হিমেল আশরাফ পরিচালিত শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ এবং রায়হান রাফী পরিচালিত আফরান নিশো অভিনীত ছবি ‘সুড়ঙ্গ’। দুটি ছবি নিয়েই দর্শকের তুমুল উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়, ছবি দুটি নিয়ে মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন- সব জায়গাতেই টিকেট নিয়ে রীতিমত হুড়োহুড়ি! হল কর্তৃপক্ষ বলছেন, ইনস্ট্যান্ট শো’র টিকেট পাওয়া যাচ্ছে না, বেশীর ভাগ মানুষই অগ্রিম টিকেট কেটে রেখেছেন।
 
এদিকে রাজধানীর শ্যামলী সিনেমা হলে গিয়ে দেখা যায়, ঈদের দিন থেকে এই প্রেক্ষাগৃহে চলছে ‘সুড়ঙ্গ’। কর্তৃপক্ষ বলছেন, প্রতিদিনই এখানে শো হাউজফুল যাচ্ছে। শনিবার দুপুর ২টা ৪০ মিনিটের শো’তে অনেককেই টিকেট না পেয়ে সন্ধ্যার শোয়ের টিকেট কাটতেও দেখা যায়। এসময় হল কর্তৃপক্ষ জানান, বিকেল ৫টা ৩০ মিনিটের শোয়ের টিকেটও বিক্রি হয়ে গেছে!

রাজধানীর পুরনো সিনেমা হল মধুমিতা। এখানে চলছে হিমেল আশরাফের ‘প্রিয়তমা’। ঈদের দিন থেকেই এখানে ছবিটি দেখতে হুমড়ি খেয়ে পড়ছে দর্শক। শুধু রাজধানীতে নয়, রাজধানীর বাইরের বিভিন্ন জেলা, উপজেলা শহরে ‘প্রিয়তমা’র হাউজফুল শো যাচ্ছে। ছবিটি রেকর্ড সংখ্যক ১০৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
 
এ বিষয়ে হিমেল আশরাফ জানিয়েছেন, ‘সারা বাংলাদেশে প্রিয়তমার প্রতিদিন ৪৫০টির বেশী শো চলছে। এর মধ্যে শুক্রবার প্রায় ৩৫০ শো হাউজফুল গেছে! এর বাইরে যে পরিমাণ লোক ঢাকার বাইরের হলে দাড়িয়ে, টুলে বসে দেখছে তার হিসাব নাই!’

স্টার সিনেপ্লেক্সে এক চেটিয়া হাউজফুল যাচ্ছে প্রিয়তমা ও সুড়ঙ্গ। ঈদের প্রথম দিনে কম সংখ্যক স্ক্রিনে ‘সুড়ঙ্গ’ চললেও দ্বিতীয় দিনেই ১৫টি শো বাড়ানো হয়। এমনকি তৃতীয় দিনে বাড়ে রেকর্ড সংখ্যক শো! এ বিষয়ে সুড়ঙ্গ নির্মাতা রাফী বলেন,‘স্টার সিনেপ্লেক্সের ৭ শাখায় ৩৩ শো চলবে আজ। ‘সুড়ঙ্গ’ সিনেমার এবং সবগুলো শোই হাউজফুল টিকেট আলরেডি সোল্ড আউট!’

অন্যদিকে সিনেপ্লেক্স নিয়ে ‘প্রিয়তমা’ সংশ্লিষ্টদের অভিযোগ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে প্রশ্ন তুলেছেন, দর্শক চাহিদা সত্বেও কেন ‘প্রিয়তমা’র শো বাড়ানো হচ্ছে না? এমন অভিমান কিছুটা টের পাওয়া যাবে নির্মাতা হিমেল আশরাফের স্ট্যাটাসেও। তিনি লিখেছেন,‘মধুমিতা আর মনিহারের এক এক শো অনেক সিনেপ্লেক্সের সারা দিনের ৫ টা শো’র সমান। প্রিয়তমা টেকনাফ থেকে তেতুলিয়ার মানুষের সিনেমা।’

প্রিয়তমা, সুড়ঙ্গ’র মতো হিড়িক না পড়লেও আলোচনায় আছে চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ এবং সৈকত নাসিরের ‘ক্যাসিনো’। এ দুটি ছবিও দর্শক দেখে প্রশংসা করছেন। এমনকি অপু বিশ্বাস প্রযোজিত প্রথম ছবি ‘লাল শাড়ি’ নিয়েও সাধারণ দর্শকের আগ্রহ দেখা গেছে।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস